ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় নৌবাহিনীর নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত: ০৪:২৮, ২৩ মে ২০১৭

খুলনায় নৌবাহিনীর নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ নৌবাহিনীর ২০১৭-এ ব্যাচের ৭৬৬ নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ সোমবার খুলনার নৌঘাটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নৌবাহিনীর ২০১৭-এ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে তানভীর, ডিই/ইউসি/ইউটি পেশাগত ও সকল বিষয়ে চৌকষ নাবিক হিসাবে ‘ নৌ প্রধান পদক’ লাভ করেন। এছাড়া জুবায়ের রশিদ অনিক ডিই/ইউসি/ইউটি দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং রাসূল কিবরিয়া ডিই/ইউসি/ইউটি তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং সেই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করে নবীন নাবিকদের উদ্দেশে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দূরদর্শিতা এবং পরবর্তীতে তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের ক্রমাগত অর্থনৈতিক উন্নয়নসহ সামরিক বাহিনী এবং সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক দুটি সাব মেরিন। যার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক নৌবাহিনী হিসাবে প্রতিষ্ঠিত।
×