ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রমজানে লেনদেনের সময় সংশোধন করল সিএসই

প্রকাশিত: ০৪:২৪, ২৩ মে ২০১৭

রমজানে লেনদেনের সময় সংশোধন করল সিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সাড়ে ৩ ঘণ্টা লেনদেন চলার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা সংশোধন করে ৪ ঘণ্টা-ই লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে। তবে ৩০ মিনিট এগিয়ে নিয়ে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, নির্ধারিত নতুন সময় অনুযায়ী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে লেনদেন চলবে। রমজান মাস বাদে পুঁজিবাজারে লেনদেন চলতো সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে রমজান মাস এবং ঈদ-উল-ফিতরের ছুটির পর চলমান নিয়মেই চলবে লেনদেন। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এদিকে রমজান উপলক্ষে ডিএসইতে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এছাড়া অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। রমজান মাস এবং ঈদ-উল-ফিতর এর ছুটির পর ডিএসইর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। দুই কোম্পানির স্পট মার্কেটে লেনদেন শুরু আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আজ মঙ্গলবার। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ॥ পুঁজিবাজারের ব্যাংক খাতের এ কোম্পানি আগামী ২৩ ও ২৪ মে টানা দুই কার্যদিবস স্পট মার্কেটে লেনদেন করবে। এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে। ফলে ওই দিন লেনদেন বন্ধ থাকবে। সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড ॥ পুঁজিবাজারের ব্যাংক খাতের এ কোম্পানি আগামী ২৩ ও ২৪ মে টানা দুই কার্যদিবস স্পট মার্কেটে লেনদেন করবে। এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে। ফলে ওই দিন লেনদেন বন্ধ থাকবে।
×