ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির জনসমর্থন কমছে

প্রকাশিত: ০৪:২২, ২৩ মে ২০১৭

যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির জনসমর্থন কমছে

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টি নিজ নিজ নির্বাচনী ইশতেহার প্রকাশের পর প্রধানমন্ত্রী টেরেসা মে’র জনসমর্থন কমেছে বলে জনমত জরিপে দেখা গেছে। আগামী ৮ জুন দেশটিতে জাতীয় নির্বাচন। এ নির্বাচনের প্রচার শুরুর পর প্রথমদিকে করা জরিপে দেখা গিয়েছিল, নির্বাচনে প্রায় ১৫০টি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনায়াসে জয় পেতে যাচ্ছেন মে। খবর ইয়াহু নিউজের। কিন্তু গত সপ্তাহে নির্বাচনী ইশতেহার প্রকাশের পর শনিবার করা চারটি জরিপের ফলাফলে দেখা যায়, রক্ষণশীলরা ৪৪ থেকে ৪৬ শতাংশ ভোট পেতে পারে আর বিরোধী দলে থাকা লেবার পার্টি পেতে পারে ৩৩ থেকে ৩৫ শতাংশ ভোট। এ জরিপেও কনজারভেটিভরা সহজ জয় পেতে যাচ্ছে ধারণা পাওয়া গেলেও তারা প্রায় ৪০টি আসন বেশি পাবে বলে ইঙ্গিত করা হয়। আগের জরিপে পাওয়া ধারণার চেয়ে যা অনেক কম। ইউগভের এক জরিপে দেখা গেছে, এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী মে’র অগ্রগামিতা অর্ধেক হ্রাস পেয়েছে।
×