ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভূমিকম্পে ধসে গেছে এভারেস্টের হিলারি স্টেপ

প্রকাশিত: ০৪:২২, ২৩ মে ২০১৭

ভূমিকম্পে ধসে গেছে এভারেস্টের হিলারি স্টেপ

বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্টের হিলারি স্টেপ নামের বিখ্যাত অংশটি ধসে গেছে বলে নিশ্চিত করেছেন পর্বতারোহীরা। ২০১৫ সালে নেপালের ভয়াবহ ভূমিকম্পের কারণে হিলারি স্টেপটি ধসে পড়েছে বলে ধারণা করছেন তারা। এতে হিমালয় পর্বতের সর্বোচ্চ এই শিখরটিতে আরোহণ পর্বতারোহীদের জন্য সম্ভবত আরও বিপজ্জনক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির। পর্বতটির দক্ষিণ-পূর্ব অংশের প্রায় খাঁড়া ১২ মিটারের (৩৯ ফুট) এই বর্ধিতাংশটিকে চূড়ায় ওঠার আগে সর্বশেষ বড় ধরনের বাধা হিসেবে বিবেচনা করা হতো। ১৯৫৩ সালে প্রথমবারের মতো এভারেস্ট শৃঙ্গ জয় করা পর্বতারোহী স্যার এডমুন্ড হিলারির নামে এই অংশটির নাম রাখা হয়েছিল। ব্রিটিশ পর্বতারোহী ও অভিযাত্রী দলনেতা টিম মোসেডালে ১৬ মে এভারেস্ট চূড়ায় পৌঁছানোর পর হিলারি স্টেপ ধসে পড়ার সংবাদটি নিশ্চিত করেছেন। টাইমের বিরুদ্ধে প্রচ্ছদ চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের রম্য ম্যাগাজিন ‘ম্যাড’ দাবি করেছে, প্রখ্যাত ম্যাগাজিন টাইমের প্রকাশিতব্য সংখ্যার প্রচ্ছদের ধারণা চুরি করা হয়েছে তাদেরই আগের এক প্রচ্ছদ থেকে। আগামী ২৯ মে প্রকাশিত হতে যাওয়া টাইমের প্রচ্ছদে দেখা যায়, মস্কোতে অবস্থিত হোয়াইট হাউসের ওপর বিশালাকৃতির গম্বুজ গজিয়েছে। হোয়াইট হাউসের ছবির সঙ্গে রেড স্কয়ারের সেন্ট বাসিল’স ক্যাথেড্রালের ছবি মিশিয়ে এই প্রচ্ছদ তৈরি করা হয়। মূলত ট্রাম্প-রাশিয়া যোগসাজশ নিয়েই এই প্রচ্ছদ করা হয়েছে। -এনডিটিভির।
×