ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্রিশালে ৪২ ছাত্রের চুল কাটলেন শিক্ষক

প্রকাশিত: ২২:২৪, ২২ মে ২০১৭

ত্রিশালে ৪২ ছাত্রের চুল কাটলেন শিক্ষক

অনলাইন ডেস্ক ॥ ময়মনসিংহের ত্রিশাল আর জি উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ৪২ জন ছাত্রের চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক জানান, কয়েকজন শিক্ষার্থীকে ধুমপান করতে দেখেন শিক্ষক হাবিবুর রহমান। এরপর তিনি ক্লাসে গিয়ে মারধরসহ কেচি দিয়ে ৪২ শিক্ষার্থীর চুল কেটে দেন। এ নিয়ে পরে স্কুল ম্যানেজিং কমিটির পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে ৯ম শ্রেণির ছাত্র রিয়াজ এবং ফাহিম শেখ বলে, আমরা ধূমপান করিনি। হাবিব স্যার স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী নুরুল আমিন কালামকে নিয়ে আমাদের ক্লাসে এসে জানতে চেয়েছিলেন যে, আমাদের অভিভাবকরা কাকে ভোট দেবেন? কিন্তু আমরা তার কোনো উত্তর না দেয়ায় স্যার কিছুক্ষণ পর আমাদের চুল কেটে দেন। ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, ঘটনার পর থেকেই শিক্ষক হাবিবুর রহমান গা ঢাকা দিয়েছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
×