ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পার্বত্য অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে ভূমি বিরোধ নিষ্পত্তি করুন ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৮:৫০, ২২ মে ২০১৭

পার্বত্য অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে ভূমি বিরোধ নিষ্পত্তি করুন ॥ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পার্বত্যাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা খুঁজে দেখতে এ এলাকার ভূমি বিরোধ নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চট্টগ্রাম হিল ট্রাক্ট ল্যান্ড ডিস্পুট রেজ্যুলুশন কমিশনের (সিএইচটিএলডিআরসি) প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসর। রবিবার বিকেলে বঙ্গভবনে সিএইচটিএলজিআরসির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) অঞ্চলের ভবিষ্যত উন্নয়ন সম্ভাবনা উজ্জ্বল এবং এখানকার সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে আপনাদের সকল সম্ভাবনার সদ্ব্যবহার করতে হবে।’ বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন এ কথা জানান। কমিশন পার্বত্য অঞ্চলের চলমান ভূমি বিরোধ নিষ্পত্তিতে অবিলম্বে পদক্ষেপ নেবে এবং এ অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিচারপতি আনোয়ারুল হক রাষ্ট্রপতিকে কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বঙ্গবন্ধু মেডিক্যাল
×