ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভ্যানগগের সঙ্গে সেলফি...

প্রকাশিত: ০৫:৫৩, ২২ মে ২০১৭

ভ্যানগগের সঙ্গে সেলফি...

অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী ম্যাট বাটারওয়ার্থ সম্প্রতি বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের মতো সেজে মেলবোর্নের নামকরা আর্ট গ্যালারিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুধু যাওয়াই নয়, প্রদর্শনশালার বাইরে তিনি একটা বিজ্ঞপ্তিও ঝুলিয়ে দেন। এতে লেখা ভ্যানগগের মতো হুবহু চেহারার সঙ্গে সেলফি তুলতে চানÑ বিনামূল্যে? অস্ট্রেলিয়ায় এ যাবতকালের সবচেয়ে বিশাল ভ্যানগগের ছবির প্রদর্শনী চলছিল জাতীয় প্রদর্শনশালায়। প্রথমে গুটি গুটি দুচারজন এসেছিল তার সঙ্গে ছবি তুলতে। এরপরই শুরু হয়ে যায় ছবি তোলার জন্য হুড়োহুড়ি। আমার সঙ্গে সেলফি তোলার জন্য সে কী ঠেলাঠেলি। অজানা অচেনা মানুষ আমাকে ক্রমাগত জড়িয়ে ধরে ছবি তুলছে, বলেন বাটারওয়ার্থ। মাত্র ৯০ মিনিটে তিনি ১৪৭টি সেলফি ছবির জন্য পোজ দেন। শিশু থেকে বৃদ্ধÑ ছবি তুলতে তুলতে আমি ক্লান্ত হয়ে যাই। তার মাথায় আইডিয়া আসে যখন লোকে তাকে বলে তাকে হুবহু উনিশ শতকের চিত্রশিল্পী ভ্যানগগের মতো দেখতে। ৩৭ বছর বয়সে কার্যত আত্মহননের পথ বেছে নেবার আগে এই শিল্পী নিজের কান কেটে ফেলেছিলেন। তিনি বলেন, আমার মনে হয়েছিল বিখ্যাত মানুষদের সঙ্গে সেলফি তোলাটা এখন ক্রেজ। যেহেতু আমার সঙ্গে ভ্যানগগের চেহারার মিল আছে আমি ভেবেছিলাম এই সোসাল মিডিয়া আর সেলফির যুগে মানুষ আইডিয়াটা লুফে নেবে। হয়েছেও তাই। Ñবিবিসি অবলম্বনে।
×