ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিন ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫২, ২২ মে ২০১৭

সরকারের উন্নয়নের  বার্তা জনগণের  মাঝে ছড়িয়ে দিন ॥ পররাষ্ট্র  প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশব্যাপী যে ব্যাপক উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করেছে তা বিগত কোন সরকার করতে পারেনি। তিনি বর্তমান সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য দলীয় নেতাকর্মীর প্রতি আহবান জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে যে উন্নয়নের রূপরেখা বাস্তবায়ন করে চলেছে সরকার তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। রবিবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট আব্দুল গনি মহাবিদ্যালয় মাঠে স্থানীয় গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ আহ্বান জানান। গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনা ও শওকত আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিনিধি সভার উদ্দেশ্য ঘুম থেকে মানুষকে জাগানো। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য প্রতিটি ঘণ্টা, প্রতিটি দিন, মাস উন্নয়নমুখি রাজনীতির কথা মানুষকে জানাতে হবে। এ জন্য সবাইকে মতভেদ ভুলে ঐকমত্যে কাজ করে যাওয়ার জন্য নেতাকর্মীর প্রতি আহবান জানান তিনি। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৃত্যুকে ভয় পান না। তিনি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বাংলাদেশ থাকবে, সংবিধান থাকবে, ১৬ কোটি মানুষের মুখে হাসি ফুটবে, জঙ্গী নির্মূল হবে, স্বাধীনতার বিপক্ষের শক্তি বিলীন হয়ে যাবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা থানা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক বাবুল ইসলাম, বাঘা পৌর মেয়র আক্কাস আলী ও উপজেলা আ’লীগের সহসভাপতি আজিজুল আলম। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গড়গড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ২০১৭-১৮ ভিজিডি চক্রের উপকারভোগী নারীদের দুই বছর মেয়াদী ৩০ কেজি করে চাল বিতরণ ও আব্দুল গনি মহাবিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন।
×