ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ- দ্বন্দ্ব বিভেদ ভুলে নতুন নামে

প্রকাশিত: ০৫:৫০, ২২ মে ২০১৭

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ- দ্বন্দ্ব বিভেদ ভুলে নতুন নামে

বিশেষ প্রতিনিধি ॥ দ্বন্দ্ব-বিভেদের কারণে বিলুপ্ত ঘোষিত আওয়ামী লীগ সমর্থিত দু’টি আইনজীবী সমিতির সমন্বয়ে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ নামে আইনজীবীদের ঐক্যবদ্ধ ও একক নতুন সংগঠনের ঘোষণা দেয়া হয়েছে। দল সমর্থিত সিনিয়র আইনজীবীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করে নতুন এ সংগঠনের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে আহ্বায়ক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন ও বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল বাছেদ মজুমদারকে যুগ্ম-আহ্বায়ক এবং ব্যারিস্টার ফজলে নুর তাপস এমপিকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির নামও ঘোষণা করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের রাজনীতিতে আইনজীবীদের শক্তিশালী ভূমিকা রয়েছে। শুধু রাজনীতি নয়, দেশে আইনের শাসন ও গণতন্ত্রকে অর্থবহ করতে আইনজীবীদের ঐক্যবদ্ধ সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। দেশের বিভিন্ন ক্রান্তিকালে এবং বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃশাসন ও স্বৈরশাসনের সময় বাংলাদেশের আইনজীবীরা আওয়ামী লীগের নির্যাতিন ও নিপীড়িত নেতাকর্মীদের আইনগত অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন। বৈঠক শেষে যোগাযোগ করা হলে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ ম রেজাউল করিম জনকণ্ঠকে জানান, বৈঠকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শক্রমে ঐক্যবদ্ধ একক সংগঠন ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ গঠন করা হয়েছে। বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, নতুন এই সংগঠনের নাম এবং আহ্বায়ক কমিটি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ঠিক করে দিয়েছেন। আগামী সেপ্টেম্বরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। বৈঠকে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক, এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম, এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, এ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, এ্যাডভোকেট আবদুল বাছেদ মজুমদার, এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, এ্যাডভোকেট শ ম রেজাউল করিম, এ্যাডভোকেট আবদুল্লাহ আবু, এ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লাসহ অন্যান্য সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেনÑ মুকুল বোস, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, আমিরুল ইসলাম, এ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপি প্রমুখ। উল্লেখ্য, আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের দুটি সংগঠনের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব-বিভেদের কারণে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ক্ষমতাসীন দলের ভরাডুবি ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে বিবদমান আইনজীবীদের দুটি সংগঠন আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ বিলুপ্ত করা হয়। পরে সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও অনুগত সারাদেশের আইনজীবীদের নিয়ে নতুন সংগঠনের নাম নির্ধারণের দায়িত্ব প্রদান করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। পরে প্রধানমন্ত্রী নতুন ও একক এ সংগঠনের নাম চূড়ান্ত করেন।
×