ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল বিএনপি

প্রকাশিত: ০৫:৪৭, ২২ মে ২০১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশিকে বেআইনী বলে অভিযোগ করে এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এদিকে খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালনের পূর্ব ঘোষণা থাকলেও রবিবার রাজধানীর কোথাও বিএনপির বিক্ষোভ চোখে পড়েনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে মিথ্যা অভিযোগে যে তল্লাশি চালানো হয়েছে, তা নজিরবিহীন। এ ঘটনা সরকারের উস্কানিমূলক আচরণ। দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্যই বারবার খালেদা জিয়ার ওপর আক্রমণ করা হচ্ছে। তাকে সরকার বারবার টার্গেট করছে। সরকারের এ পথে চলা দেশের গণতন্ত্রের জন্য অশনি সঙ্কেত। ফখরুল বলেন, বিএনপি যখন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতির চর্চা শুরু করে এবং ‘ভিশন-২০৩০’ দেয়, তারপরও খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির মতো সরকারের আগ্রাসী আচরণ গণতন্ত্রের ভবিষ্যত নষ্টের পাঁয়তারা। আমরা মনে করি, পুলিশ সম্পূর্ণভাবে বেআইনী কাজ করছে। সেজন্য অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। তাকেই এর দায় বহন করতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পুলিশের তল্লাশি গণতন্ত্রের জন্য হুমকি। রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে, জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে এ ঘটনাটি অত্যন্ত ঘৃণিত এবং ন্যক্কারজনক; যা দেশের রাজনীতিতে কলঙ্কের অধ্যায় হয়ে থাকবে। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় শুধু একটি কার্যালয় নয়, এটি একটি প্রতীক। খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে একজন এক নম্বরের নেত্রী। তিনি দীর্ঘকাল ধরে গণতন্ত্র রক্ষায় কাজ করছেন। তার প্রায় পুরো জীবনটাই গণতান্ত্রিক আন্দোলনের জন্য ব্যয় করেছেন। সেই নেত্রীর কার্যালয়ে পুলিশ যখন হানা দেয়, তাহলে মনে করে নিতে হবে এটি একটি ফ্যাসিবাদী আক্রমণ। এ ফ্যাসিবাদী আক্রমণের ফলে আবারও প্রমাণিত হলো এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেনÑ বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবদিন, নিতাই রায় চৌধুরী, আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ। রাজধানীতে বিএনপির বিক্ষোভ চোখে পড়েনি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে রবিবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু রবিবার রাজধানীর কোথাও বিএনপির বিক্ষোভ চোখে পড়েনি।
×