ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ কামাল এ্যাথলেটিক একাডেমির কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৫:৩২, ২২ মে ২০১৭

শেখ কামাল এ্যাথলেটিক একাডেমির কার্যক্রম শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশন শুরু করছে শেখ কামাল এ্যাথলেটিক একাডেমির কার্যক্রম। আগামী ২৬ মে এই একাডেমির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হবে যারা এ পর্যন্ত জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন তাদের। সর্বশেষ ২০১০, ২০১১ ও ২০১২ সালে সাত এ্যাথলেট জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন। এদিকে বেশকটি আন্তর্জাতিক মিট সামনে রেখে দল গঠনের জন্য কিছুদিন আগে যে উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করেছিল ফেডারেশন, সেখান থেকে ১৫ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। ভারতের উড়িষ্যায় আগামী ৬-৯ জুলাই পর্যন্ত হবে এশিয়ান ট্র্যাক এ্যান্ড ফিন্ড চ্যাম্পিয়নশিপ। ওই প্রতিযোগিতার জন্য এ মাসেই নাম এন্ট্রি করতে হবে বাংলাদেশের।
×