ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কনফেডারেশন কাপ নিয়ে রোনাল্ডিনহোর স্মৃতিচারণ

প্রকাশিত: ০৫:৩২, ২২ মে ২০১৭

কনফেডারেশন কাপ নিয়ে রোনাল্ডিনহোর স্মৃতিচারণ

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি রোনাল্ডিনহো। সুদীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ সব কীর্তি রয়েছে তার। সেলেসাওদের হয়ে তিনবার ফিফা কনফেডারেশন কাপে অংশগ্রহণ করেছেন তিনি। তবে সর্বশেষ ২০০৫ সালে খেলা কনফেডারেশন কাপই তার স্মৃতিতে ভাস্মর হয়ে আছে। সেবার যে অধিনায়কের ভারও ছিল তার কাঁধে। সম্প্রতি এক সাক্ষাতকারে সেই স্মৃতি মনে করেই রোনাল্ডিনহো বলেন, ‘অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা উঁচিয়ে ধরার আনন্দটাই অন্যরকম। সেই উৎসবটাই একটা যুগের সূচনা করেছিল।’ সেই টুর্নামেন্টের স্বাগতিক ছিল জার্মানি। সেলেসাওরা সেবার ফাইনালে ৪-১ গোলে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে।’ মূলত বিশ্বকাপেরই প্রস্তুতি মঞ্চ হিসেবে বিবেচিত হয় কনফেডারেশন কাপ। আগামী ১৭ জুন থেকে রাশিয়ায় শুরু হবে টুর্নামেন্টের দশম সংস্করণ। তবে এবারের আসরে খেলতে পারছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিওবা প্রথম দল হিসেবে ইতোমধ্যেই ২০১৮ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। এর পেছনে বড় ভূমিকা রেখেছেন নেইমার। আর রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার রিকার্ডো কাকার চোখে এখন সেরা তরুণ ফুটবলারের নামও নেইমার। কোন ধরনের সংকোচ না প্রকাশ করেই স্বদেশী তারকাকে এই মুহূর্তের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে মন্তব্য করেছেন মেজর লীগ সকারে ওরল্যান্ডো সিটির হয়ে খেলা কাকা। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার প্রিয় তরুণ খেলোয়াড় নেইমার। সে যেভাবে খেলে তা আসলেই ভাল না বেসে পারি না। সবকিছুকেই খুব সহজ বানিয়ে ফেলে সে। বর্তমানে বার্সিলোনার সময়টাও দারুণ উপভোগ করছে নেইমার।’ নিজেদের মাটিতে ২০১৪ বিশ্বকাপটা খুবই বাজে কেটেছে ব্রাজিলের। কিন্তু ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরিয়ে এসেছে সেলেসাওরা। আগামী বিশ্বকাপে তো ইতোমধ্যেই প্রথম দল হিসেবে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে ব্রাজিল। সেই বিশ্বকাপে কী খেলার সুযোগ রয়েছে কাকার? ৩৫ বছর বয়সী কাকা অবশ্য এখনও ফেরার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না। পরের বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট হিসেবেও দেখছেন তিনি। এ বিষয়ে কাকা বলেন, ‘ব্রাজিল এখন খুবই ভাল খেলছে। নতুন কোচ তিতে জাতীয় দলকে সঠিকভাবেই এগিয়ে নিচ্ছেন। তারা ইতোমধ্যেই রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আমার মতে, ব্রাজিলই এবার ফেবারিট দলগুলোর মধ্যে অন্যতম।’ এরপরই আসে নিজের প্রসঙ্গ। কাকা বলেন, ‘কোচ যদি ভাবেন যে, কোন না কোনভাবে আমি জাতীয় দলকে সহায়তা করতে পারব তাহলে ব্রাজিলের হয়ে খেলতে আমি প্রস্তুত। তবে এই মুহূর্তে আমি ওরাল্যান্ডো সিটির হয়ে খেলতেই মনোযোগ দিচ্ছি। এখানে যদি ভাল খেলি, পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখি তাহলে জাতীয় দলে খেলার সম্ভাবনা তৈরি হতেও পারে। তা চিন্তা করে অবশ্য আমি প্রতিটি দিনকে নষ্ট করছি না। তবে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলে আমি খুবই খুশি হব।’
×