ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চোখ থাকবে রশীদ খানের ওপর

প্রকাশিত: ০৫:৩১, ২২ মে ২০১৭

চোখ থাকবে রশীদ খানের ওপর

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ সালে আগমনেই বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। একই বছর আন্তর্জাতিক অঙ্গনে এসেছেন রশীদ খান। কিন্তু তার দেশ আইসিসির সহযোগী সদস্য হওয়ায় সেভাবে বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ হয়নি। তবু এরই মধ্যে ছোট দলের তারকা হয়ে উঠেছেন ১৮ বছর বয়সী লেগস্পিনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবার প্রথম সুযোগেই মাত করে দিয়েছেন, সেটিও আবার মুস্তাফিজেরই দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অভিযানে যাচ্ছে তরুণ আফগান স্পিন জাদুকর রশীদ। ওয়েস্ট ইন্ডিজ সফরে আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়া সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ৩ টি২০ এবং সমান সংখ্যক ওয়ানডের জন্য অটোমেটিক চয়েজ হিসেবে দলে জায়গা পেয়েছেন এই স্পিন সেনসেশন। আইপিএলে প্রথমবার সুযোগ পেয়ে রীতিমতো বিশ্বতারকার খ্যাতি পেয়ে গেছেন রশীদ। হায়দরাবাদের হয়ে ১২ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন। তার চেয়েও বড় কথা, বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা তার বলে নাকানি চুবানি খেয়েছে। গতবার মুস্তাফিজ যেমন চমক দেখিয়েছিলেন। তার জাদুতে শিরোপা জিতেছিল হায়দরাবাদ। তবে এবার প্লে-অফ থেকে বিদায় নিতে হয়েছে। এসিবি প্রধান নির্বাচক নওরোজ মঙ্গল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ একটি অভিজ্ঞ দল এবং এ সিরিজে ভাল করতে আমরা অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে দল নির্বাচন করেছি। রশীদকে ঘিরে এখন প্রত্যাশা অনেক। আশা করছি ও ভাল করবে।’ মোহাম্মদ নবিও আছেন দলে। তবে ডোপ টেস্টে ধরা পড়ায় নেই তারকা ওপেনার মোহাম্মদ শাহজাদ। জিম্বাবুয়ের পর পূর্ণ সদস্য কোন দেশের বিপক্ষে এশিয়ার দলটির জন্য এটা হবে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। ভাল নৈপুণ্য দেখাতে পারলে তাদের টেস্ট মর্যাদা পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। আগামী ২, ৩ ও ৫ জুন তিন ম্যাচের টি২০ সিরিজ শেষে একই মাসের ৯, ১১ ও ১৪ তারিখ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে।
×