ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোমের ফাইনালে হ্যালেপ-সিতলিনা

প্রকাশিত: ০৫:৩০, ২২ মে ২০১৭

রোমের ফাইনালে হ্যালেপ-সিতলিনা

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সিমোনা হ্যালেপ। শনিবার টুর্নামেন্টের সেমিফাইনালে তিনি ৭-৫ এবং ৬-১ সেটে পরাজিত করেন হল্যান্ডের কিকি বার্টেন্সকে। শিরোপা জয়ের লড়াইয়ে রোমানিয়ার এই টেনিস তারকার প্রতিপক্ষ এখন এলিনা সিতলিনা। শেষ চারে স্পেনের গারবিন মুগুরুজার মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের অষ্টম বাছাই সিতলিনা। কিন্তু প্রথম সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মুগুরুজা। মূলত গলায় ইনজুরির কারণেই নাম প্রত্যাহার করে নেন তিনি। আর তাতেই কপাল খুলে সিতলিনার। ইতালিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নেন তিনি। সিমোনা হ্যালেপের এটা টানা দ্বিতীয় ফাইনাল। গত সপ্তাহেই মাদ্রিদ ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করেন তিনি। এবার ইতালিয়ান ওপেনেও শিরোপা জয়ের হাতছানি দিচ্ছে তাকে। হল্যান্ডের ১৫তম বাছাই কিকি বার্টেন্সকে পরাজিত করে টানা দুটি টুর্নামেন্টের ফাইনালের টিকেট কেটে দারুণ সন্তুষ্ট হ্যালেপ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কখনও কখনও শীর্ষ সারির খেলোয়াড়দের বিপক্ষে জয় আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাস জোগাবে। কখনও আপনাকে টুর্নামেন্ট শুরুর আগের কাজই বলে দিবে যে আপনি প্রস্তুত। কখনও কখনও কিছু কঠিন ম্যাচ হোক সেটা তৃতীয় সেটে যা জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। আবার কখনও কখনও খেলতে পারলেই ভাল লাগে। আমার অনুভূতিটাও ঠিক সেরকমই। এটাই আমাকে শক্তি জোগাচ্ছে এবং বিশ্বাস জন্মায় যে, আমি জিততে পারি।’ তাই ফাইনালেও ফেবারিট সিমোনা হ্যালেপ। আর টানা দুটি টুর্নামেন্টের শিরোপা জয়ের পর মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফরাসী ওপেনেও নিশ্চিত ফেবারিট হিসেবে কোর্টে নামার সুযোগ থাকবে রোমানিয়ার এই টেনিস তারকার। তবে দুর্ভাগ্য গারবিন মুগুরুজার। ফ্রেঞ্চ ওপেনের ঠিক সপ্তাহ খানিক আগেই ইনজুরির কবলে পড়ে গেলেন তিনি। শুক্রবার কোয়ার্টার ফাইনালে তিন সেটের লড়াইয়ে আমেরিকান তারকা ভেনাস উইলিয়ামসকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু শেষ চারের প্রথম সেটও খেলতে পারলেন না তিনি। ইউক্রেনের এলিনা সিতলিনার বিপক্ষে ৪-১ ব্যবধানে পিছিয়ে থাকার পরই গলার ব্যথার কারণে কোর্ট ছাড়তে বাধ্য হন মুগুরুজা। এতে চরম হতাশ স্পেনের এই টেনিস তারকা। চলতি বছরে এটা তার চার নাম্বার টুর্নামেন্ট, যেখান থেকে অবসর নিতে বাধ্য হন তিনি। রোম মাস্টার্সের সেমিফাইনালে জায়গা করে নিলেও এর আগে চলতি বছরে ক্লে কোর্টে কোন ম্যাচই জিততে পারেননি তিনি। কেননা স্টুটগার্ট এবং মাদ্রিদ ওপেনের প্রথম পর্ব থেকেই যে বিদায় নিতে হয় তাকে। এদিকে দুর্দান্ত খেলছেন ইউক্রেনের এলিনা সিতলিনা। চলতি মৌসুমে ইতোমধ্যেই তিনটি টুর্নামেন্টের শিরোপা নিজের শোকেসে তুলেছেন তিনি। তাইওয়ান, দুবাই এবং ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন হওয়ার পর অষ্টম বাছাই সিতলিনার এখন চতুর্থ শিরোপা জয়ের হাতছানি। তবে সিতলিনা মুগুরুজার সুস্থতা কামনা করছেন। যেন ফ্রেঞ্চ ওপেনের আগেই ফিট হয়ে কোর্টে ফিরতে পারেন তিনি। এ বিষয়ে সিতলিনা বলেন, ‘আমি গারবিনের জন্য দ্রুতই সুস্থতা কামনা করছি। তার সামনে বড় একটি টুর্নামেন্ট এবং রোলাঁ গ্যারোর বর্তমান চ্যাম্পিয়নও সে। এটা তারজন্য অবশ্যই খুব কঠিন সময়। তবে আশাকরি খুব দ্রুতই সুস্থ হয়ে পুনরায় কোর্টে ফিরবে সে।’
×