ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ পদার্থবিজ্ঞান

প্রকাশিত: ০৫:২৯, ২২ মে ২০১৭

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ পদার্থবিজ্ঞান

মোঃ মাসুদ খান সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স ১৪৪। পদার্থবিজ্ঞান ও রসায়ন ল্যাবরেটরিতে কোনো অল্প জিনিসের ভর সূক্ষèভাবে পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর: তুলা যন্ত্র ১৪৫। পরিমাপের বেলায় সাধারণত কয় ধরনের ত্রুটি থাকতে পারে? উত্তর: ৩ ধরনের ১৪৬। দৈব ত্রুটি কাকে বলে? উত্তর: কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রুটি বলে। ১৪৭। যান্ত্রিক ত্রুটি কাকে বলে? উত্তর: পদার্থবিজ্ঞানে কোনো কিছু পরীক্ষণের সময় মাপ - জোখের জন্য আমাদের যে যন্ত্রের প্রয়োজন সেই যন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে তাকে যান্ত্রিক ত্রুটি বলে। ১৪৮। ব্যক্তিগত ত্রুটি কাকে বলে? উত্তর: পদার্থবিজ্ঞানে পরীক্ষণের সময় পর্যবেক্ষকের নিজের কারণে পাঠে যে ত্রুটি আসে তাকে ব্যক্তিগত ত্রুটি বলে। ১৪৯। মূল স্কেলের কোনো দাগ ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যায় তাকে কী বলে। উত্তর: ভার্নিয়ার সমপাতন ১৫০। তুলাযন্ত্রের অপর নাম কী? উত্তর: ব্যালান্স ১৫১। সিলিন্ডারের ব্যাস মাপা যেতে পারে কোন যন্ত্রের সাহায্যে? উত্তর: স্লাইড ক্যালিপার্স ১৫২। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য ১ মি.মি. ও ভার্নিয়ারের ভাগের সংখ্যা ১০ হলে ভার্নিয়ার ধ্রুবক কত? উত্তর: ০.১ মি.মি. ১৫৩। রৈখিক স্কেল পাঠ ৬ সস এবং বৃত্তাকার স্কেলের পাঠের মান ০.১২ সস হলে তারের ব্যাস কত? উত্তর: ৬.১২ সস ১৫৪। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ১৯ ভাগ ভার্নিয়ার স্কেলের ২০ ভাগের সমান। প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য ১ মি.মি. হলে ভার্নিয়ার ধ্রুবক কত? উত্তর: ০.০৫ সস ১৫৫। মূল স্কেলের পাঠ ১২ সস, ভার্নিয়ার ধ্রুবক ০.১ ও ভার্নিয়ার পাঠ ৩ হলে মোট পাঠ কত? উত্তর: ১২.৩ সস
×