ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২৮, ২২ মে ২০১৭

টুকরো খবর

কেরানীগঞ্জে খাস জমি উদ্ধার শুরু নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২১ মে ॥ খাল ও সরকারী শতাধিক একর খাস জমি বেদখল হয়ে আছে। এসব জমি চিহ্নিত এবং উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে উপজেলা ভূমি অফিস। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিন একর ৮৮ শতাংশ জমি উদ্ধার করে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে। রবিবার বোরহানীবাগ এলাকায় দুই একর খাস জমি উদ্ধার করা হয়। ভূমি অফিস সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের বিভিন্ন খালের পাড় ও খাস জমি উদ্ধারে এসিল্যান্ড পারভেজুর রহমানের নেতৃত্বে একটি টিম জরিপ চালায়। তারা বিভিন্ন সময় সরেজমিন পরিদর্শনও করেন। জরিপে তারা দেখতে পায় শতাধিক একর খাস জমি ও সরকারী খাল, খালের তীর এক শ্রেণীর ভূমিদস্যু ও প্রভাবশালী অবৈধ স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছে। এসব অবৈধ স্থাপনা চিহ্নিত করে দখলদারদের তা সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান বলেন, খাস জমি ও খাল বিলের জায়গা দখল করা অপরাধ। যারা এ দখল প্রক্রিয়ার সঙ্গে জড়িত তারা অত্যন্ত ক্ষমতাশালী। আমরা যে করেই হোক তাদের কবল থেকে খাস জমি উদ্ধার করে ছাড়ব। তিনি আরও বলেন, সরকারী খাস জমি চিহ্নিত এবং উদ্ধার একইসঙ্গে চলছে। যুবদল নেতার নেতৃত্বে বাড়ি ভাংচুর নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২১ মে ॥ ভোলার চরফ্যাশনের আহম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের চকিদার খাল বাজার এলাকায় রবিবার বিকেলে ৩টায় সংখ্যালঘু মৃত কাঠ মিস্ত্রিরি সুবল দাসের স্ত্রী তুলসী রানীর বাড়িঘর ভেঙ্গে পাশের পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে আহম্মদপুর ৮নং ওয়ার্ডের যুবদল সভাপতি আইয়ুব আলী বিরুদ্ধে। তুলসী রানী অভিযোগ করেন, কয়েক বছর আগে তার স্বামী কাঠ মিস্ত্রি সুবল উপজেলার ফরিদাবাদ গ্রামের চকিদার খাল বাজার এলাকায় সরকারী জমিতে মাঠি ভরাট করে বাড়ি করে বসবাস করে আসছেন। ওই বাড়ি থেকে উচ্ছেদ করতে যুবদল ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী নেতৃতে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলায় চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। এ সময় হামলায় তুলসী রানী, সান্ত¡না, শিল্পী, সিদাম ও রাজীব আহত হয়। আহত তুলসী রানী চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কবর থেকে লাশ উত্তোলন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাও গ্রামে মৃত্যুর প্রায় দুই মাস পর ময়নাতদন্তের জন্য ইতি আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় আদালতের নির্দেশে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলু’র উপস্থিতিতে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা কবরস্থান থেকে গৃহবধূর লাশটি উত্তোলন করা হয়। গৃহবধূর ইতি আক্তার গত ২৬ মার্চ মারা যায়। সংঘর্ষে আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২১ মে ॥ বাজিতপুরে ধানের খলায় ধান মাড়াইকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে সৃষ্ট সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। রবিবার দুপুরে উপজেলার বলিয়ারদী শিমুলতলা টকনার বন্দে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বলিয়ারদী ইউনিয়নের শিমুলতলা গ্রামের শরীফ মিয়া গং ও জালাল মিয়া গংদের সাথে ধানের খলায় মাড়াই নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েক দিন ধরে দ্বন্দ্ব বিরাজ করছিল। এর জের ধরে রবিবার দুপুরে দু’পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দু’পক্ষের নারী-পুরুষসহ ১৫ আহত হয়েছে। ছাত্রলীগ নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ লাবণ্য আক্তার (১৬) নামে সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগে ফাহিম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে আড়াইহাজার সদর এলাকায়। এ ঘটনায় শনিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, আড়াইহাজার সদর এলাকায় সদ্য এসএসসি পাস করা ছাত্রী লাবণ্য আক্তার স্কুলে যাওয়ার পথে উপজেলার ঝাউগড়া এলাকার ফাহিম ও তার বন্ধুরা উত্ত্যক্ত করত এবং রাস্তাঘাটে মোবাইলে ছবি তুলত। ফাহিম সে ছবিকে খারাপভাবে এডিট করে ইন্টারনেটে ও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছিল। ফাহিম তার বন্ধুদের সহযোগিতায় লাবন্যকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে তার পিতা অভিযোগ করেন। এ ঘটনায় অপহৃতার পিতা শনিবার রাতে থানায় অপহরণের অভিযোগ দিলে পুলিশ শনিবার রাতেই ফাহিমকে গ্রেফতার করে। পুকুরে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২১ মে ॥ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামে পুকুরে ডুবে একই পরিবারের দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। ২ বছর বয়সী মৃত্যু হওয়া এই দুই শিশুর নাম তানিফা ও সাইফা। তারা ওই এলাকার জেবল হাজীর বাড়ির দুবাই প্রবাসী রফিকুল ইসলামের কন্যা। তাদের পরিবারের অন্য সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত থাকার একপর্যায়ে সবার অজান্তে উক্ত শিশুদ্বয় খেলতে খেলতে ঘর থেকে বের হয়। কিছুক্ষণ সময়ের ব্যবধানে তাদের খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। প্রায় আধাঘণ্টা পর বাড়ির সম্মুখস্থ পুকুরে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় দ্রুত নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গৃহবধূকে ধর্ষণের চেষ্টা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ এক গৃহবধূকে ঘরে ঢুকে হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে আড়াইহাজার উপজেলার তুরকুনি এলাকায়। জানা গেছে, শনিবার রাতে উপজেলার আড়াইহাজার পৌরসভাধীন তুরকুনি এলাকা গৃহবধূ তার শিশু দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে পড়লে পাশের বাড়ির শাহজালাল ও তার ২ সহযোগী নিয়ে টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত গৃহবধূকে হাত-পা ও মুখ বেঁধে রান্না ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঐ সময় যুবকদের সঙ্গে গৃহবধূর দস্তাদস্তিতে বাড়ির লোকজন টের পেয়ে ছুটে আসলে শাহজালাল ও তার ২ সহযোগি পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন রান্না ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে। বিএনপির চার নেতা কর্মী আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বিক্ষোভ কর্মসূচী শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ চার বিএনপি নেতাকমীকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে শহরের রাধানগর এলাকা থেকে তাদের আটক করা হয়। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা বিক্ষোভ মিছিল বের করে। তবে পুলিশের দাবি নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে। আটকরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন বকুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহম্মেদ মানিক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
×