ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রি প্রযুক্তি ব্যবহারে তিন জেলায় উৎপাদন বেড়েছে ১২ ভাগ

প্রকাশিত: ০৫:২৭, ২২ মে ২০১৭

ব্রি প্রযুক্তি ব্যবহারে  তিন জেলায় উৎপাদন বেড়েছে ১২ ভাগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলায় ধানের উৎপাদন শতকরা ১২ ভাগ বেড়েছে। সেই সঙ্গে প্রায় ৩০ হাজার কৃষকের জীবনমান উন্নয়ন হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের মাঠে প্রয়োগ করে এ সাফল্য হয়েছে। রবিবার গাজীপুরস্থিত ব্রির ভিআইপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের (পিজিবি-আইএডিপি) সমাপনী কর্মশালায় কর্মকর্তা ও বিজ্ঞানীরা এ দাবি করেছেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রি’র মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিক। এতে সভাপতিত্ব ও মূলপ্রবন্ধ উপস্থাপন করেন পিজিবি-আইএডিপির (ব্রি অঙ্গ) প্রকল্প পরিচালক ড. মোঃ খায়রুল আলম ভূঁইয়া। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মোঃ শাহজাহান কবীর ও ব্রির পরিচালক (গবেষণা) ড. মোঃ আনছার আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্রি’র কৃষিতত্ত্ব বিভাগের প্রধান ড. মোঃ গউছ আলী। কর্মশালায় ব্রি’র বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণবিদ, বারি, এসআরডিআই, বিএডিসি, ডিএএমএর বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ এবং কৃষকসহ প্রায় একশ’ জন প্রতিনিধি যোগ দেন। ব্রি’র মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিক বলেন, বাস্তবায়িত প্রকল্প থেকে যে শিক্ষা এবং তথ্য পাওয়া গেল আগামীতে তা বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগাতে হবে। কর্মশালায় বক্তারা জানান, দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলা পিরোজপুর, গোপালগঞ্জ ও বাগেরহাট অঞ্চলের প্রকল্প এলাকার কৃষকের মাঝে গত পাঁচ বছরে প্রায় ২০ টন বীজ বিতরণ করা হয়েছে।
×