ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে বিদ্যুত বিভ্রাট ॥ তীব্র পানি সঙ্কট

প্রকাশিত: ০৫:২৭, ২২ মে ২০১৭

বাঁশখালীতে বিদ্যুত বিভ্রাট ॥ তীব্র পানি সঙ্কট

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২১ মে ॥ একদিকে প্রচ- তাপদাহ, অন্যদিকে পল্লীবিদ্যুতের ভেল্কিবাজি। আবার পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে প্রত্যন্ত এলাকায়। সব মিলিয়ে বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের মানুষ জীবনযাপন করছে দুর্বিষহ অবস্থায়। পল্লীবিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত। গ্রীষ্মের তাপদাহের কারণে প্রত্যন্ত এলাকায় পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। বর্তমানে বাঁশখালীর পাঁচ লক্ষাধিক জনগণ রয়েছে অসহনীয় দুর্ভোগে। এ বিষয়ে রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রচ- গরম ও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বাঁশখালীর মানুষ কষ্টে রয়েছে। তাই উপজেলা প্রশাসন থেকে প্রত্যন্ত এলাকায় পরিদর্শন টিম পাঠানো হয়েছে। অচিরেই এ বিষয়ে সুরাহা করতে সর্বস্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরী বৈঠক করা হবে বলেও তিনি জানান।
×