ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বুড়িতিস্তা দখলমুক্ত করার দাবিতে কৃষকের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২৭, ২২ মে ২০১৭

বুড়িতিস্তা দখলমুক্ত করার দাবিতে কৃষকের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে বুড়িতিস্তা নদীর ক্ষতিগ্রস্ত কৃষকরা পচা ধান গাছ রাস্তায় ছিটিয়ে বিক্ষোভ-সমাবেশ করেছে। উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে রবিবার বেলা ১১টায় উলিপুর শহীদ মিনার চত্বর থেকে পচা ধান গাছ হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ মোড়ে এসে অবস্থান নেয়। ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, অধ্যাপক এম এ মতিন, বিশিষ্ট সমাজসেবী সাজাদুর রহমান তালুকদার সাজু, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, পরিমল মজুমদার, তৈয়বুর রহমান, রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উপজেলা সভাপতি আপন আলমগীর প্রমুখ। পাতিলাপুর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক নুরুজ্জামান সরকার, নারিকেলবাড়ি চরপাড়ার জয়নাল আবেদিন ও আঃ লতিফ, পূর্ব ছড়ার পাড়ের আকবর আলীসহ শতাধিক কৃষক তাদের পচা ধান রাস্তায় ছিটিয়ে প্রতিবাদ জানান। তারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ক্ষমতাবানরা বুড়িতিস্তা নদী ভরাটসহ বাঁধ দেয়ায় পানি নিষ্কাশন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা ধারদেনা করে আবাদ করে আজ পথে বসেছি। অবিলম্বে বুড়িতিস্তা নদী দখলমুক্ত করে পানির স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনতে হবে। বুড়িতিস্তা নদীর হাজার হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষেত তলিয়ে পচে যায়। ফলে শত শত কৃষক সর্বস্বান্ত হয়ে পড়েছে।
×