ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতাসহ চার লাশ উদ্ধার

ভগ্নিপতিসহ দুই খুন

প্রকাশিত: ০৫:২৭, ২২ মে ২০১৭

ভগ্নিপতিসহ দুই খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ সাতক্ষীরায় শ্যালকের হাতে খুন হয়েছে দুলাভাই। যশোরে ফেরিওয়ালা খুন হয়েছে দুর্বৃত্তের হাতে। এছাড়া ফটিকছড়িতে আওয়ামী লীগ নেতা, টেকনাফে জেলে, নওগাঁয় অজ্ঞাত ও মোহনগঞ্জে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টর ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : সাতক্ষীরা ॥ মানসিক প্রতিবন্ধী শ্যালকের হাতে দুলাভাই খুন হয়েছে। রবিবার দুপুরে শ্যামনগর উজেলার দরমুজখালী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত দুলাভাইয়ের নাম আব্দুল আজিজ (৪৫)। তিনি দরমুজখালী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক শ্যালক নুর আলমকে (২৬) আটক করেছে। আটক নুর আলম একই গ্রামের মৃত গণি গাজীর ছেলে। যশোর ॥ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইনামুল হোসেন কাজল (৩৫) নামে ফেরিওয়ালা নিহত হয়েছেন। রবিবার দুপুরে যশোরের উপশহর এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। নিহত কাজল যশোরের উপশহর এ ব্লকে ভাড়া থাকতেন এবং ফেরি করে শাড়ি, থ্রি-পিস ইত্যাদি বিক্রি করতেন। তার বাবার নাম মৃত আশরাফ আলী। ফটিকছড়ি ॥ আব্দুল্লাহপুরে রবিবার সকালে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অজিত বড়ুয়ার (৫৫) লাশ স্থানীয় খালের পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপাসনালয় থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে হত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জনায়, অজিত বড়ুয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শনিবার গভীর রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। কক্সবাজার ॥ টেকনাফে সমুদ্র সৈকত থেকে ভাসমান হামিদ হোসেন মাঝির লাশ স্থানীয় জেলেরা উদ্ধার করেছে। তিনি টেকনাফ কচুবনিয়ার আবদুস সালামের ছেলে। রবিবার দুপুরে শাহপরীরদ্বীপ মাঝের পাড়ার পশ্চিম চর থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়েছে। নওগাঁ ॥ রবিবার সকালে পতœীতলায় নজিপুর-সাপাহার সড়কের কঞ্চিপুকুর এলাকায় রাস্তার দক্ষিণ পাশে আম বাগান থেকে পুলিশ অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে। সকালে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পতœীতলা থানা পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ জানায়, লাশের পরনে একটি টাউজার প্যান্ট ও গেঞ্জি ছিল। তার দুই হাতে কিছু জখমের চিহ্নও রয়েছে। মোহনগঞ্জ, নেত্রকোনা ॥ বড়তলী বানিয়াহারী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২) রবিবার ভোরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করে।
×