ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে যৌতুকের জন্য দুই সন্তানের জননীকে নির্যাতন

প্রকাশিত: ০৫:২৬, ২২ মে ২০১৭

বাউফলে যৌতুকের জন্য দুই সন্তানের জননীকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২১ মে ॥ যৌতুকের টাকা না দেয়ায় রাবেয়া বেগমের ওপর পৈশাচিক নির্যাতন করেছে পাষ- স্বামী। আহত গৃহবধূকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূর মা পারুল বেগম অভিযোগ করেন, আট বছর আগে দাশপাড়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামের সোনে আলী মৃধার ছেলে আবুল কালামের সঙ্গে তার মেয়ে রাবেয়া বেগমের বিয়ে হয়। তাদের সংসারে হাফজা ও হানজালা নামের দুই সন্তান রয়েছে। বিয়ের সময় জামাতাকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ দুই লাখ টাকার মালামাল দেয়া হয়। বিয়ের পরও বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে জামাতা কালাম তাদের কাছ থেকে আরও টাকা নিয়েছেন। আর এ জন্য তার মেয়ে রাবেয়াকে শারীরিক মানসিক নির্যাতন করা হতো। কয়েকদিন আগে জামাতা কালাম ঘর নির্মাণের নামে রাবেয়ার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। রাবেয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রবিবার সকালে জামাতা কামাল তার মেয়েকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে পা দিয়ে লাথি মারে। এক পর্যায় তার মেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে মৃত ভেবে টেনেহিঁচড়ে বাড়ির সামনে ব্রিজের কাছে ফেলে রাখে। এ ঘটনায় রাবেয়ার শাশুড়ি মনোয়ারা বেগম জড়িত রয়েছে। তার ইন্ধনে কালাম রাবেয়াকে মারধর করেছে। এ খবর পেয়ে তিনি ও তার তার স্বামী আলাউদ্দিন হাওলাদার এসে ওই ব্রিজের কাছ থেকে মেয়েকে এনে হাসপাতালে ভর্তি করেছেন। তার মেয়ের শরীরে নির্যাতনের অসংখ্য ক্ষত রয়েছে।
×