ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুবলীগ নেতাসহ নিহত ৭

প্রকাশিত: ০৫:২৬, ২২ মে ২০১৭

যুবলীগ নেতাসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নওগাঁয় যুবলীগ নেতা, নোয়াখালীতে মুক্তিযোদ্ধা, আদমদীঘিতে মাছ ব্যবসায়ী, হাটহাজারীতে পথচারী এবং চট্টগ্রামে রিক্সাচালক ও কারখানা শ্রমিক ও নারায়ণগঞ্জে বৃদ্ধ নিহত হয়েছেন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর- নওগাঁ ॥ পোরশা উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুর রহমান (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার বিকেলে মহাদেবপুর থেকে মোটরসাইকেলযোগে পোরশা যাওয়ার পথে পতœীতলা উপজেলার শিবপুর হাটের কাছে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। দলীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা কাঁকড়া ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধা ৬টায় তিনি মারা যান। নোয়াখালী ॥ সোনাইমুড়ী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার সামছল হকের (৭০) মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বাংলাবাজার-সোনাইমুড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামছল হক ওই উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন এবং ২৫টি সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। তৎকালীন সময় তাকে অনারারী ক্যাপ্টেন মর্যাদায় ভূষিত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সামছল হক বাড়ি যাওয়ার উদ্দেশে বাংলাবাজার থেকে বের হয়ে সড়কের পাশেই দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পেছন থেকে সিএনজিচালিত অটোরিক্সা এসে তাকে ধাক্কা দেয়। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সান্তাহার ॥ সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির ইন্দইল ব্রিজ এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় এক ভটভটি যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ভটভটি চালক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার উপজেলা হলুদঘর বরবরিয়া গ্রামের নারায়ণ সরকারের ছেলে মাছ ব্যবসায়ী মনোরঞ্জন সরকার (৩৮) ভটভটিযোগে সান্তাহার মাছের আড়তে মাছ বিক্রি করে ফিরছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে ইন্দইল ব্রিজসংলগ্ন স্থানে ঢাকাগামী বাস পেছন থেকে ভটভটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাছ ব্যবসায়ী মনোরঞ্জন গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পর তিনি মারা যান। ফটিকছড়ি ॥ নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়কের চবি দুই নম্বর এলাকায় শনিবার বিকেল সাড়ে পাঁচটার সময় সড়ক দুর্ঘটনায় শহীদুল আলম রনী (২০) প্রাণ হারায়। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুত গতির কোস্টার শহীদুলকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত সাড়ে ৮টায় সে প্রাণ হারায়। নিহত শহীদুল মেখল ইউনিয়নের শেখ আলাউদ্দিন বাড়ির লোকমানের ছেলে। চট্টগ্রাম ॥ নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। রবিবার সকালে আগ্রাবাদ বাদামতলী মোড় ও বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডবলমুরিং থানা-পুলিশ জানায়, সকাল সোয়া সাতটার দিকে বাদামতলী এলাকায় গাড়িচাপায় একজনের মৃত্যু হয়। সঙ্গে থাকা আইডি কার্ড অনুযায়ী নিহতের নাম আবুল কালাম (৩৫)। ঠিকানা ডবলমুরিং থানার ‘ইসমাইল কলোনির উল্লেখ রয়েছে। পেশায় তিনি রিক্সাচালক। এদিকে, নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন অমরজ্যোতি চাকমা (২৩)। তিনি চট্টগ্রাম ইপিজেডে জুতা তৈরির কারখানায় কাজ করতেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, সকাল সোয়া ১০টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় দৈনিক যায়যায়দিন পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহনেওয়াজ ভূঁইয়া বাবুলের বড় ভাই জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৬০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। জানা গেছে, শিমরাইলের সুপার ওয়েল মিলের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভূঁইয়া শনিবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে রিনালয় সিএনজি স্টেশনের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×