ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২৬, ২২ মে ২০১৭

টুকরো খবর

ছাত্রী হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২১ মে ॥ স্কুলছাত্রী রুবিনা হত্যাকারীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। রবিবার বেলা ১২টায় স্থানীয় নারী-পুরুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন গড়ে তোলে। পরে প্রেসক্লাব অডিটরিয়ামে রুবিনার পক্ষে মানবতা ফাউন্ডেশন সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, স্কুলছাত্রী রুবিনা হত্যার ২০ দিন পেরিয়ে গেলে এখনও প্রধান আসামিসহ অন্যরা গ্রেফতার হয়নি। আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আগামী ২৭ মে মধ্যে পুলিশ আসামিদের গ্রেফতার না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণার হুমকি দেন। সংবাদ সম্মেলনে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট মানি খন্দকার, এ্যাডভোকেট কাইজার জোয়ার্দ্দার, রুবিনার পিতা-মাতাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরামপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী খুদিরের বাড়িতে রবিবার ভোরে একদল অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তরা আক্রমণ চালিয়ে কাউন্সিলরসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। একই সঙ্গে তারা বাড়িঘর ভাংচুর ও কিছু জিনিসপত্র লুটপাট করেছে। জানা গেছে, কাউন্সিলর ইউসুফ আলী খুদির কিছুদিন আগে মির্জাপুর মৌজায় ঢেউটিন দিয়ে বাড়ি তৈরি করে বসবাস করছিলেন। রবিবার ভোরে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ মুখোশধারী ওই বাড়িতে হামলা করে। তারা বাড়ির টিনের বেড়া কেটে ফেলে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে। বাধা দিতে গেলে কাউন্সিলর ইউসুফ আলী খুদির ও তার স্ত্রী মনিরা বেগমকে কুপিয়ে এবং পুত্র সবুজ, শান্ত, প্রতিবেশী রহমান ও সখিনাকে পিটিয়ে আহত করে। নৌ-পুলিশের মাঝি বলে কথা! নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২১ মে ॥ নৌ-পুলিশের মাঝি বলে কথা! তার অনেক ক্ষমতা। পুলিশে জাল ধরে আর মাঝি টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এমনকি বাড়ি-ঘরে রক্ষিত শুকনো জাল ধরেও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ফুলবুনিয়া গ্রামের রুবেল মাঝির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অতি সম্প্রতি সোনাতলা নদীতে অভিযান চলাকালে ফরিদগঞ্জ গ্রামের জেলে আল-আমিন ও জাফর সিকদারের বাড়ি থেকে তিনটি শুকনো জাল নৌ-পুলিশ কুয়াকাটার মাধ্যমে জব্দ করায় রুবেল মাঝি। জাল নেয়ার পরে মোবাইল ফোনে চলে দেন-দরবার। মাধ্যম রুবেল মাঝি। এক পর্যায়ে তেগাছিয়া গিয়ে মোটা অংকের টাকা দেয়া হয়। পরে জাল তিনটি ফেলে রেখে যায়। এভাবে জেলেদের ওপর কুয়াকাটা নৌ-পুলিশের বোট মাঝির চাঁদাবাজিতে জেলেরা অতিষ্ঠ। এ ব্যাপারে কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এসআই রেজাউল জানান, ঘটনাটি মিথ্যা। ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২১ মে ॥ সরকারী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রলীগের সভাপতিসহ তিনজন আহত হয়েছে। রবিবার দুপুর ১২টায় লালমনিরহাট সরকারী কলেজের কমিটি গঠন করার বিষয়ে আলাপ-আলোচনা করার সময় ছাত্রলীগ জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সঙ্গে লালমনিরহাট সরকারী কলেজ শাখার সভাপতি হাবিবুর রহমান রানুর কথা কাটাকাটি ও বাগ্বিত-া হয়। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। পরবর্তীতে হাবিবুর রহমান রানুর গ্রুপের ছাত্ররা জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামসহ কলেজের অনার্স প্রথম বর্ষের দুই ছাত্র মারুফ ও হারুনকে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চার মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২১ মে ॥ শনিবার রাতে হাইওয়ে থানা পুলিশ ভৈরব-ময়মনসিংহ সড়কের হাজী আসমত কলেজের পাশে একটি সিএনজি ফিলিং স্টেশনের কাছ থেকে ৫৫০ ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করে। পুলিশ এ সময় প্রাইভেট কারটি জব্দ করে। আটককৃতরা হলো- হাতেম আলী, রিগ্যান, লিটন মিয়া ও শরীফ। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক পাচারসহ চোরাই মোটরসাইকেল ব্যবসা করে আসছিল। এদের মধ্যে নিকলীর দামপাড়ার লিটন চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২১ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকার জাকির হোসেন ওরফে জাগু ও বরুনা এলাকার তাইজুল ইসলাম। জানা যায়, পুলিশ বরুনা এলাকায় অভিযান পরিচালনা করে জাকির হোসেন ওরফে জাগু ও তাইজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় জাকির হোসেন ওরফে জাগুর কোমরে থাকা দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। রাজশাহীতে দোকানে আগুন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে কাপড়ের দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। রবিবার সকাল সোয়া আটটার দিকে নগরীর গণকপাড়াস্থ চৌধুরী মার্কেট এ ঘটনা ঘটে। এতে সেখানকার তিনটি দোকানের ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মার্কেটের প্রান্ত ফ্যাশন থেকে আগুন ছড়িয়েছে পাশের দুটি দোকানে। ওই মার্কেটের সব দোকান টিনের তৈরি। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ৯টার দিকে দমকল কর্মীরা সেখানে পৌঁছান। দমকল কর্মীদের তিনটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়িতে হরতাল পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ভাড়ায় মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলাম হত্যাকা-সহ ইউপিডিএফ ও জেএসএসসহ আঞ্চলিক পাহাড়ী সংগঠনগুলোর গুম অপহরণ ও অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের ডাকে রবিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ও বাঙালী ছাত্র পরিষদের হরতাল হয়। অবরোধ ও হরতালের কারণে জেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল সড়কে যানবাহন বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে জেলা সদরের বাইরেও উপজেলাগুলোতে পিকেটিং হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ধর্ষণের দায়ে প্রবাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক প্রবাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার ভোর ৫টার দিকে বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় শিশুটিকেও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি সারোয়ার আহমেদ বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। জানা যায়, কানাইঘাট উপজেলার এরালিগুল গ্রামের শিশুটির বড় ভাই হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর গ্রামের প্রভাবশালীরা তাদের গ্রামছাড়া করে। এ সময় শিশুটির বাবা তার মা ও ছোট ভাইকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যান। নিরাপত্তার জন্য তাকে তার বড় চাচার কাছে রেখে যান। শিশুটির মা বাবা বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামের লন্ডনপ্রবাসী সারোয়ার আহমেদের বাড়িতে আশ্রয় নেন। ধর্ষিত শিশুটির বাবা বলেন, ‘কয়েক দিন পরই ভাই সামসুদ্দিনের ছেলে জমির উদ্দিন কৌশলে আমার মেয়েকে পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ছোটফৌজ গ্রামের মুজির উদ্দিন ও নারাইনপুর গ্রামের আজির উদ্দিনকে নিয়ে তার ওপর পালাক্রমে যৌন নির্যাতন চালায়। পরে তারা আরও বেশ কয়েক দিন তার ওপর পাশবিক নির্যাতন চালায়।’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ মে ॥ শনিবার রাতে আত্রাই উপজেলার দিঘা ও কাসোপাড়া গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, শনিবার রাতে একটি শিয়াল দিঘা-কাসোপাড়া এলাকার কয়েকজনকে কামড়ে জখম করে। আহতরা হলোÑ দিঘা গ্রামের শিশুকন্যা সম্পা আক্তার (১০), মোঃ মিঠু (১৪) এবং কাসোপাড়া গ্রামের মোঃ খলিল হোসেন, মোঃ সাদ্দাম (১৮), মোঃ লতিফ (৪৭), মোঃ খোয়াজ। তাদের আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। অপহৃত ছাত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২১ মে ॥ র‌্যাব অপহৃত এক কলেজ ছাত্রকে উদ্ধার করেছে এবং অপহরণ করে মুক্তিপণ দাবিকারী তিন অপহরণকারীকে আটক করেছে। রবিবার বেলা ১২টায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে র‌্যাব অপহৃতকে উদ্ধার করে। র‌্যাব জানায়, শনিবার রাত ১১টার দিকে ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকা থেকে সরকারী রাজেন্দ্র কলেজের ৩য় বর্ষ অনার্সের ছাত্র ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান গ্রামের অমর কুমার ঘোষের পুত্র অনিক কুমার ঘোষকে কয়েক অপহরণকারী কৌশলে অপহরণ করে। পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। র‌্যাবের কাছে অভিযোগ জানালে র‌্যাবের একটি দল রবিবার বেলা ১২টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর আব্দুল সড়কের মাথায় শেখ জয়নুদ্দীনের বসতবাড়ি হতে অপহৃত অনিককে উদ্ধার করে। বিনামূল্যে চক্ষু চিকিৎসা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন মানবিক সাহায্য সংস্থার দিনব্যাপী এক বিশেষ চক্ষু ক্যাম্পের আয়োজন করে। রবিবার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় ওই ক্যাম্পের আয়োজন করা হয়। ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালের পরিচালনায় দিনব্যাপী চক্ষু ক্যাম্পে দুই শতাধিক অসহায়, দুস্থ ও গরিব রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিক চিকিৎসা সেবা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন রংপুর নর্দান (প্রাঃ) মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ আব্দুস সামাদ। মা সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২১ মে ॥ ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে রবিবার দুপুরে বিদ্যালয়ের ছাত্র-অভিভাবকদের মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ উপজেলা একাডেমি সুপারভাইজার সালাউদ্দিন আহম্মেদ, প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী, সাংবাদিক আব্দুল ওয়াদুদ মিয়া, এসএম শাহজাহান সেলিম, ছাত্র অভিভাবক আমান উল্লাহ ঢালী প্রমুখ।
×