ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০ বছরের বিল বকেয়া

প্রকাশিত: ০৫:২৫, ২২ মে ২০১৭

১০ বছরের বিল বকেয়া

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দশ বছরে ২২ লাখ টাকা বকেয়া বিদ্যুত বিলের জন্য বরিশালের একমাত্র শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের সকল প্রকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুত বিভাগ। ক্রীড়া সংস্থার নামে থাকা সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়াও স্টেডিয়ামের অভ্যন্তরে বরিশাল সিটি কর্পোরেশনের সড়ক বাতির সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে গত সাত দিন ধরে সন্ধ্যার পর বরিশাল স্টেডিয়ামে এখন ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। রবিবার দুপুরে ঘটনার সত্যতা স্বীকার করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, বরিশাল স্টেডিয়ামে বিদ্যুত সংযোগ নেয়া হয়েছে জেলা ক্রীড়া সংস্থার নামে। ওই সংযোগের অনুকূলে ১০ বছরের অধিক সময় ধরে বিল পরিশোধ না করায় বর্তমানে বিল বকেয়া রয়েছে প্রায় ২২ লাখ টাকা। নির্বাহী প্রকৌশলী বলেন, বকেয়া পরিশোধের জন্য একাধিকবার সংশ্লিষ্টদের তাগিদ দেয়ার পরও বকেয়া পরিশোধে কোন উদ্যোগ গ্রহণ না করায় গত এক সপ্তাহ পূর্বে স্টেডিয়ামের সকল প্রকার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। তাছাড়া সিটি কর্পোরেশনের কাছে কয়েক লাখ টাকা বকেয়া থাকায় স্টেডিয়ামের অভ্যন্তরের সড়কপথে বিসিসির লাইটপোস্টের সংযোগও বিচ্ছিন্ন করা হয়ছে।
×