ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘কমলাপুরাণ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী

প্রকাশিত: ০৫:২২, ২২ মে ২০১৭

‘কমলাপুরাণ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের  উদ্বোধনী প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ সরকারী অনুদানে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কমলাপুরাণ’। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শুক্রবার এই চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় উদ্বোধনী প্রদর্শনীর পর সন্ধ্যা ৬টা ও ৭টা আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আমিনুর রহমান মুকুলের পরিচালনায় ৪৩ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিটি গত ৩০ এপ্রিল ভারতের ‘দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৭’-তে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেছে। এছাড়াও চলচ্চিত্রটি ইতোমধ্যে বেশ প্রশংসাও কুড়িয়েছে। ভিন্নধর্মী গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করছেন প্রিয়াম অর্চি কাজী ফয়সাল। আরও অভিনয় করেছেনÑ ফরিদ মজুমদার, মাসরুবা জুথি, সুলতানা রেবু, মুন্নি তালুকদার, নাবিলা ইসলাম শোভা, সাঁজবেলা, মানিকা জাহান, অনিকেত পাল, শাহরিয়ার খান রিন্টু, সেলিম হায়দার, স্বপ্ন জুয়েল, রনি খান, নিথর মাহবুব প্রমুখ। স্টোরিবক্স প্রযোজিত ‘কমলাপুরাণ’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় আমিনুর রহমান। চিত্রগ্রহণ তাইজুল ইসলাম রোমান, সঙ্গীত পরিচালনা অজয় দাস। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন শিমুল খান, অজয় দাস, সুমন নরম্যান। শিল্প নির্দেশনা অনিকেত পাল। সম্পাদনা এসএম মনিরুজ্জামান। চলচ্চিত্রের পরিচালক বলেন, ‘কমলাপুরাণ’ চলচ্চিত্রটি একটি বঞ্চিত নারীর বিদ্রোহের গল্প। এ সমাজে নারী-পুরুষের বৈষম্য, শোষণ, বঞ্চনা ও প্রতারণার বিভিন্ন দিক এ চলচ্চিত্রে ফুটে উঠেছে।
×