ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইস্ট ওয়েস্ট ভার্সিটির সোশ্যাল রিলেসন্স বিভাগের নবীন বরণ

প্রকাশিত: ০৫:১৮, ২২ মে ২০১৭

ইস্ট ওয়েস্ট ভার্সিটির  সোশ্যাল রিলেসন্স বিভাগের নবীন বরণ

বাংলাদেশের দুই তৃতীয়াংশ মানুষ এখন তরুণ ও কর্মক্ষম। তাই তাদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে পরিকল্পনা মতো কাজে লাগানোর এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করেন বাংলাদেশে জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএনএফপিএ-এর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ডক্টর ইওরি কাতো। শনিবার ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি’র এস এম নওশের আলী লেকচার গ্যালারিতে ‘সোশ্যাল রিলেসন্স’ বিভাগ আয়োজিত গ্রাজুয়েট প্রোগ্রাম-এর নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইওরি কাতো এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘সোশ্যাল রিলেসন্স’ বিভাগের গ্রাজুয়েট প্রোগ্রাম মাস্টার্স অব পপুলেশন, রিপ্রডাক্টটিভ হেলথ, জেন্ডার এ্যান্ড ডেভেলপমেন্ট (এমপিআরএইচজিডি) এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পপুলেশন, পাবলিক হেলথ এ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর নবীন শিক্ষার্থীগণ অংশ নেন। -বিজ্ঞপ্তি
×