ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফার্মগেটে ‘গ্রীন ঢাকা ক্লিন ঢাকা, স্মার্ট ও মানবিক ঢাকা’ ক্যাম্পেন উদ্বোধন

প্রকাশিত: ০৫:১৭, ২২ মে ২০১৭

ফার্মগেটে ‘গ্রীন ঢাকা  ক্লিন ঢাকা, স্মার্ট ও  মানবিক ঢাকা’ ক্যাম্পেন উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ভ্রাম্যমাণ আদালত ও নিজস্ব কর্মকর্তার পাশাপাশি স্থানীয় ওয়ার্ড কমিশনারদের দিয়ে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিশুদ্ধ খাদ্য পরিবেশন ও খাদ্যে ভেজাল রোধে ব্যবসায়ীদের নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব মেসবাহুল ইসলাম। একই সঙ্গে ফুটপাথের ওপর ইফতারির দোকান বসিয়ে নাগরিকদের চলাচলে যেন কেউ বাধার সৃষ্টি করতে না পারে সেই বিষয়টিও কঠোরভাবে মনিটরিং করারও ঘোষণা দেন তিনি। রবিবার রাজধানীর ফার্মগেট এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসচেতনতামূলক এক কর্মসূচীতে তিনি এসব কথা বলেন। এ সময় চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন এবং গ্রীন ঢাকা ক্লিন ঢাকা, স্মার্ট ও মানবিক ঢাকা শীর্ষক জন সচেতনতামূলক ক্যাম্পেন উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়া, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান এ সময় উপস্থিত ছিলেন। মেসবাহুল ইসলাম বলেন, একসঙ্গে সকল ওয়ার্ডে একযোগে জনসচেনতামূলক কর্মসূচী চালু করেছি। আমরা চাই নাগরিকদের পাশাপাশি ফার্মগেইটসহ সকল এলাকার ব্যবসায়ীগণ নির্দিষ্ট সময়ে ময়লা আবর্জনা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) ময়লা ফেলার জন্য। এতে করে মশক নিধন বা বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে এসব ব্যবসায় যারা জড়িত তাদের মনিটরিংয়ে রাখার ব্যবস্থা নিয়েছি আমরা। বিভিন্ন সময় দেখা গেছে, রমজান মাসে অনেক ব্যবসায়ী খাবারে রং দেয়, ক্ষতিকারক পদার্থ মেশায়, পচা-বাসি খাবার বিক্রি করে, এসব ভেজাল প্রতিরোধে পুলিশের পাশাপাশি আমাদের কড়া মনিটরিং থাকবে।
×