ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাওড়ে ফসল নষ্ট হলেও খাদ্য ঘাটতি হবে না

প্রকাশিত: ০৫:১৭, ২২ মে ২০১৭

হাওড়ে ফসল নষ্ট হলেও খাদ্য ঘাটতি হবে না

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের মে মাসের মধ্যে মিল মালিকদের কাছ থেকে আট লাখ টন চাল কিনবে সরকার। ইতোমধ্যেই উত্তরাঞ্চলের মিল মালিকদের কাছ থেকে এক লাখ ২৪ হাজার মেট্রিক টন চাল কেনার চুক্তি হয়েছে। রবিবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় খাদ্যমন্ত্রী দাবি করেন, হাওড়ে ক্ষতির মূল কারণ অকালবন্যা বা জলবায়ু পরিবর্তন। কিন্তু এ নিয়ে গণমাধ্যমে এমনভাবে খবর প্রচারিত হচ্ছে, তাতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখা উচিত। খাদ্যমন্ত্রী বলেন, ‘হাওড়ের ফসল নষ্ট হওয়ায় বিভিন্ন সংবাদের ভিত্তিতে এমন ইঙ্গিত দেয়া হয়েছে যে, বাংলাদেশে খাদ্য ঘাটতি পড়বে। কিন্তু আশা করি আমাদের খাদ্যে ঘাটতি পড়বে না। আর পড়লেও প্রয়োজনে আমদানি করা হবে।’ গণমাধ্যমকর্মীদের উদ্দেশ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কারণে কিছু অসাধু ব্যবসায়ী হাওড়াঞ্চলের বাজার উর্ধমুখী করেছিলেন। এখন তা নিম্নমুখী করা হয়েছে। সেখানকার বাজার এখন সম্পূর্ণ স্থিতিশীল। শুধু নেতিবাচক খবর যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘এক সময় আমরা খাদ্যের প্রাপ্যতার দিকে নজর দিতাম আর এখন নিরাপদ খাদ্যের দিকে নজর দিচ্ছি। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গণমাধ্যমের জন্য এখন ফরমালিনমুক্ত খাবার গ্রহণের বিষয়ে একটু হলেও মানুষ সচেতন হয়েছে। গণমাধ্যম সরকারের সহায়ক শক্তি।
×