ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণি ॥ একাদশ-দ্বাদশ

প্রকাশিত: ০৬:২৯, ২১ মে ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণি ॥ একাদশ-দ্বাদশ

মিহির রঞ্জন তালুকদার কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট। পরীক্ষক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮ ৭১. বায়োমেট্রিক্স-এ পাসওয়ার্ড কোনটি? ক. নির্দিষ্ট শব্দ খ. নির্দিষ্ট সংখ্যা গ. মানুষের বৈশিষ্ট্য ঘ. শব্দ ও সংখ্যা ৭২. ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তিকে সংক্ষেপে কী বলা হয়? ক. ন্যানোটেল খ. ন্যানোমিটার গ. ন্যানোটেক ঘ. ন্যানোওয়েব ৭৩.যে সব বস্তু নিয়ে ন্যানো প্রযুক্তিকে কাজ করা হয় তাদের মাত্রা কত? ক. ১ ন্যানোমিটারের কম খ. ১০০ ন্যানোমিটারের কম গ. ১০ ন্যানোমিটারের কম ঘ. ১০০০ ন্যানোমিটারের কম ৭৪.প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ ঘটান কে? ক. চ্যার্লস ব্যাবেজ খ. জন ম্যাকুলহান গ. ই-ক্লাউড ম্যামন ঘ. মটন এল হেলিগ ৭৫.কে সর্ব প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে বিশ্বকে পরিচিত করান? ক. চালর্স ব্যাবেজ খ. জন ম্যাকলুহান গ. জন মেক চারিটি ঘ. জন ম্যাকার্থি ৭৬.নিচের কোন সিস্টেম ব্যবহার করে জেড বিমান চালানো যায় ? ক. এক্সপার্ট সিস্টেম খ. লার্নিং সিস্টেম গ. ভার্চূয়াল রিয়েলিটি ঘ. নিউরাল নেটওয়ার্ক ৭৭.কারা সর্বপ্রথম বিভিন্ন ধরনের ক্ষত ও প্রদাহের চিকিৎসায় বরফশীতল তাপমাত্রা ব্যবহার করতেন? ক. ইংরেজরা খ. আফ্রিকানরা গ. মিশরীয়রা ঘ.পর্তুগিজরা ৭৮.বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে ক. টিম বার্ণাস লী খ. চালর্স ব্যাবেজ গ. বিল গেটস ঘ. মার্শাল ম্যাকলুহান ৭৯.কৃত্রিম বুদ্ধিমত্তাম ব্যবহৃত হয় কোনটি? ক. ইঅঝওঈ খ. ঋঙজঞজঅঘ গ. চজঙখঙএ ঘ. ঐঞগখ ৮০.রোগাক্রান্ত টিসু ধ্বংস করা হয় কোন প্রযুক্তিতে? ক. ক্রায়োসার্জারি খ. জেনেটিক ইঞ্জিনিয়ারং গ. বায়োমেট্রিক্স ঘ. রোবটিক্স উত্তরপত্র: ৭১- গ, ৭২- গ, ৭৩- খ, ৭৪- ঘ, ৭৫- ঘ, ৭৬- গ, ৭৭-গ, ৭৮-ঘ, ৭৯- গ, ৮০- ক।
×