ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোলাম কাদের স্মরণে বগুড়ায় আলোচনা ‘মড়া’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:০৭, ২১ মে ২০১৭

গোলাম কাদের স্মরণে বগুড়ায় আলোচনা ‘মড়া’ নাটকের মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ কলেজ থিয়েটার বগুড়ার শাখা সংগঠন সৈয়দ আহম্মদ কলেজ থিয়েটারের আয়োজনে বগুড়া থিয়েটারের সাবেক সহ-সভাপতি নাট্যজন খন্দকার গোলাম কাদের স্মরণে বগুড়া পৌরপার্কের জগিং টোরের খন্দকার গোলাম কাদের মঞ্চে শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা ও নাটক মঞ্চায়ন। স্মরণানুষ্ঠানের শুরুতে শুভঙ্কর চক্রবর্তী রচিত ‘মড়া’ নাটকের প্রথম মঞ্চায়ন হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন কলেজ থিয়েটার বগুড়ার সমন্বয়কারী বিধান কৃষ্ণ রায়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোছা : আশা মাহমুদ, রাকিবুল ইসলাম রাকিব, মাহমুদুল হাসান, বিউটি খাতুন, শফিকুল ইসলাম শফিক, সুবাস চন্দ্র দাস মিঠু, জান্নাতুল ফেরদৌস সুরভী, সিয়াম মাহমুদ, আব্দুল বারী, লতিফ, জাকির, সৌরভ, গালিব প্রমুখ। নাটক মঞ্চায়ন শেষে খন্দকার গোলাম কাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, সৈয়দ আহম্মেদ কলেজ থিয়েটারের সমন্বয়কারী সহকারী অধ্যাপক গাজিউল ইসলাম গাজী, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া থিয়েটারের দফতর সম্পাদক অলক পাল, সদস্য মাসউদ করিম, কলেজ থিয়েটার বগুড়ার সহ-সভাপতি সুপীন বর্মন, তন্ময় সূত্রধর, মামুনুর রশিদ নিলয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাটকের নির্দেশক বিধান কৃষ্ণ রায়। আলোচনা সভা সঞ্চালনা করেন কলেজ থিয়েটার বগুড়ার দফতর সম্পাদক সিজুল ইসলাম।
×