ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গীতাঞ্জলির দুদিনব্যাপী রবীন্দ্র নজরুল উৎসব

প্রকাশিত: ০৬:০৭, ২১ মে ২০১৭

গীতাঞ্জলির দুদিনব্যাপী রবীন্দ্র নজরুল উৎসব

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমির উদ্যোগে শুক্রবার উত্তরার রবীন্দ্র স্মরণির বটমূলে রবীন্দ্র নজরুল উৎসবের উদ্বোধনী হয়ে গেল। অনুষ্ঠানে প্রধান অতিথি উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। অনুষ্ঠান সভাপতিত্ব করেন একাডেমির উপদেষ্টা প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব আমিন মিঠু। বিকাল ৪টায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বে আজনবী সঙ্গীত একাডেমি ও বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) শিল্পীরা পারফরমেন্স করেন। আলোচনা অনুষ্ঠানের পর গীতাঞ্জলি ললিতকলা একাডেমির শতাধিক শিল্পী পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের সঙ্গীত। ও এই দুই মহান কবির গানের সঙ্গে নৃত্য, বাদ্য ও আবৃত্তি। গীতাঞ্জলি ললিতকলা একাডেমি গত একযুগের অধিক সময়কাল ধরে এই অঞ্চলে সুস্থ সাংস্কৃতিক চর্চার লক্ষ্যে শিক্ষা প্রদান ও মেধা বিকাশের কার্যক্রম পরিচালনা করে আসছে। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এলাকার বিশিষ্ট কবি সাহিত্যিকরা রবীন্দ্র নজরুল স্মারক কবিতা পাঠ ও আলোচনা করেন।
×