ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাইওনিয়ার ফুটবল লীগের ফল

প্রকাশিত: ০৬:০৫, ২১ মে ২০১৭

পাইওনিয়ার ফুটবল লীগের ফল

স্পোর্টস রিপোর্টার ॥ পাইওনিয়ার ফুটবলে শনিবার ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে গফুর বেলুচ ফুটবল একাডেমি ১-০ গোলে ঢাকা একাদশকে (ম্যাচসেরা বিজয়ী দলের সাজ্জাদ হোসেন), তোতা স্পোর্টস একাডেমি ১-০ গোলে ধানম-ি ফুটবল একাডেমিকে (ম্যাচসেরা বিজয়ী দলের শিমুল), ভূইয়া ফুটবল একাডেমি ৫-০ গোলে মালিবাগ ইস্ট বেঙ্গল ক্লাবকে (ম্যাচসেরা বিজয়ী দলের দেলোয়ার), টাঙ্গাইল জুনিয়র একাদশ ২-০ গোলে শহীদ জহিরুল ইসলাম স্মৃতি সংসদকে (ম্যাচসেরা বিজয়ী দলের রফিক), ফেনী স্পোর্টস একাডেমি ১-০ গোলে চ্যালেঞ্জার স্পোর্টিং ক্লাবকে (ম্যাচসেরা বিজয়ী দলের সম্রাট), সোনারগাঁও সুপারস্টার ফুটবল একাডেমি ৫-০ গোলে মুড়াপাড়া স্পোর্টিং ক্লাবকে (ম্যাচসেরা বিজয়ী দলের সাব্বির), টিপু সুলতান এসসি ৫-১ গোলে ফরিদউদ্দিন ফরিদ স্মৃতি সংসদকে (ম্যাচসেরা বিজয়ী দলের সানোয়ার হোসেন) এবং বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে আব্দুল হাদী লেন যুব সংসদকে (ম্যাচসেরা বিজয়ী দলের ইমন) হারায়। এছাড়া বাংলাদেশ বয়েজ ক্লাব, চট্টগ্রাম ১-১ গোলে গ্রিন অয়েল ফেয়ার সেন্টারের সঙ্গে (ম্যাচসেরা বাংলাদেশ বয়েজের ইলিয়াস হোসেন) এবং কিশোর ফুটবল ক্লাব মোহাম্মদপুর একই ব্যবধানে ড্র করে গুলশান ইয়ুথ ক্লাবের (ম্যাচসেরা কিশোর ফুটবল ক্লাবের মামুন)। বাদ এ্যাগুয়েরো স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসের ৯ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক এ প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল ঘোষণা করা হয়েছে। কিন্তু এই দলে ঠাঁই হয়নি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরোর। সুপারস্টার লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত দলে প্রথমবার ডাক পেয়েছেন প্লে-মেকার ম্যানুয়েল ল্যানজিনি। আর এ্যাগুয়েরোর জায়গা দখল করেছেন ইন্টারমিলান ফরোয়ার্ড মাউরো ইকার্ডি। আর এই দলটি মূলত আর্জেন্টিনার দায়িত্ব নিতে যাওয়া সেভিয়া কোচ জর্জ সাম্পাওলির পছন্দেই গঠন করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। আগামী বিশ্বকাপ খেলা নিয়ে দোলাচালে পড়ে গেছে আর্জেন্টিনা। এ কারণে কোচ এডগার্ডো বাউজাকে বরখাস্ত করে তারা। নতুন কোচ হিসেবে স্প্যানিশ ক্লাব সেভিয়ার সাম্পাওলি নিশ্চিত হয়ে গেছেন। বিশ্বকাপ স্বপ্ন পূরণের জন্যই এ পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা দল ॥ গোলরক্ষক- নাহুয়েল গুজম্যান, সার্জিও রোমেরো ও জেরোনিমো রুলি। ডিফেন্ডার- ইমানুয়েল মামানা, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মারকাডো ও জ্যাভিয়ের মাশ্চেরানো। মিডফিল্ডার- লুকাস বিগলিয়া, এভার বানেগা, এ্যাঞ্জেল ডি মারিয়া, এডুয়ার্ডো স্যালভিও, গুইডো রড্রিগুয়েজ, লিয়েন্ড্রো প্যারেডেস ও ম্যানুয়েল ল্যানজিনি। ফরোয়ার্ড- জোয়াকুইন কোরিয়া, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন, পাওলো ডায়াবালা, আলেজান্দ্রো গোমেজ ও মাওরো ইকার্ডি।
×