ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ॥ জিতে সুপার লীগে খেলার আশা জিইয়ে রাখল রূপগঞ্জ, ভিক্টোরিয়াকে হারাল ব্রাদার্স

দোলেশ্বরের কাছে হেরেও দুইয়ে আবাহনী

প্রকাশিত: ০৬:০৩, ২১ মে ২০১৭

দোলেশ্বরের কাছে হেরেও দুইয়ে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের একাদশ ও শেষ রাউন্ড শুরু হয়েছে শনিবার। আজই শেষ হচ্ছে এ রাউন্ড। একাদশ রাউন্ডের প্রথমদিনে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কাছে ৪ উইকেটে হেরেছে আবাহনী লিমিটেড। হেরেও লীগের দ্বিতীয় স্থানে আছে আবাহনী। আবাহনীর সমান ১৬ পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থেকে তিন নম্বরে উঠে গেছে প্রাইম দোলেশ্বর। একইদিন পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। রূপগঞ্জ জিতে সুপার লীগে খেলার সম্ভাবনা জাগিয়ে রেখেছে। আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে শেখ জামাল হারলেই ‘হেড টু হেডে’ এগিয়ে থেকে সুপার লীগে খেলা নিশ্চিত করে নেবে রূপগঞ্জ। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপি তিন নম্বর মাঠে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৪৬ রান করে আবাহনী। আফিফ হোসেন দুর্দান্ত ব্যাটিং করে সর্বোচ্চ ৯৪ রান করেন। আরাফাত সানি ২ উইকেট নেন। জবাব দিতে নেমে মার্শাল আইয়ুবের ৮৩ ও শাহরিয়ার নাফীসের ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ৪৭.১ ওভারে ২৪৭ রান করে জিতে প্রাইম দোলেশ্বর। ফতুল্লায় পারটেক্সের বিপক্ষে জিততে চরম কষ্টই করতে হয়েছে রূপগঞ্জের ক্রিকেটারদের। ৪ বল বাকি থাকতে ম্যাচ জিতেছে। আগে ব্যাট করে পারটেক্স ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৭২ রান করে। যতিন সাক্সেনা ৯১ রান করেন। সাজ্জাদ হোসেনের ব্যাট থেকে আসে ৫০ রান। সৈয়দ রাসেল ৪টি ও মোশাররফ হোসেন রুবেল ৩টি উইকেট নেন। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে ২৭৭ রান করে জিতে রূপগঞ্জ। রাজা আলী দার (৯৯) ১ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। মাহমুদুল হাসান ৭০ রান করে রিটায়ার্ড হার্ট হন। রূপগঞ্জ এ ম্যাচ জিতে ১১ ম্যাচে মোট ১২ পয়েন্ট অর্জন করল। শেখ জামাল ও মোহামেডানের এখনই ১২ পয়েন্ট আছে। আজ শেখ জামাল ও মোহামেডানের মধ্যকার ম্যাচ রয়েছে। ম্যাচটিতে মোহামেডান জিতলে রূপগঞ্জ ও শেখ জামালের পয়েন্ট সমান ১২ থাকবে। তখন ‘হেড টু হেডে’ লীগ পর্বে শেখ জামালকে হারানোয় রূপগঞ্জ সুপার লীগে খেলবে। আর যদি শেখ জামাল জিতে তাহলে সমান পয়েন্ট নিয়েও ‘হেড টু হেডে’ মোহামেডানের কাছে লীগ পর্বে হারায় রূপগঞ্জের বিদায় ঘটবে। বিকেএসপি চার নম্বর মাঠে ব্রাদার্স-ভিক্টোরিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ বলে গিয়ে খেলার নিষ্পত্তি হয়। ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নেয় ব্রাদার্স। আগে ব্যাট করে ৪৯.১ ওভারে ২৩৫ রান করতেই গুটিয়ে যায় ব্রাদার্স। মানবিন্দর বিসলা সর্বোচ্চ ৭৮ রান করেন। মনির হোসেন ৫ উইকেট তুলে নেন। জবাব দিতে নেমে পুরো ৫০ ওভার খেলে ভিক্টোরিয়া ৯ উইকেট হারায়। কিন্তু ২ রানের জন্য ম্যাচটি জিততে পারেনি। দুই রান করতে পারলেই ব্রাদার্স হেরে যেত। কিন্তু ভিক্টোরিয়া ২৩৪ রানের বেশি করতে পারেনি। উত্তম সরকার ৪৯ রান করেন। বিসলা বল হাতেও ঝলক দেখান। ৩ উইকেট নেন। স্কোর ॥ দোলেশ্বর-আবাহনী ম্যাচÑ বিকেএসপি-৩ আবাহনী ইনিংস ২৪৬/৭; ৫০ ওভার (আফিফ ৯৪, মনন ৩৭*; আরাফাত ২/৩৪)। দোলেশ্বর ইনিংস ২৪৭/৬; ৪৭.১ ওভার (মার্শাল ৮৩, শাহরিয়ার ৬৯, জাকের ৩৭; জায়েদ ৩/৬৪)। ফল ॥ প্রাইম দোলেশ্বর ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মার্শাল আইয়ুব (প্রাইম দোলেশ্বর)। রূপগঞ্জ-পারটেক্স ম্যাচÑ ফতুল্লা পারটেক্স ইনিংস ২৭২/৯; ৫০ ওভার (যাতিন ৯১, সাজ্জাদ ৫০; রাসেল ৪/৩৮)। রূপগঞ্জ ইনিংস ২৭৭/৫; ৪৯.২ ওভার (রাজা ৯৯, মাহমুদুল ৭০ (রি. হা.), নাঈম ৩৬*)। ফল ॥ রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রাজা আলী দার (রূপগঞ্জ)। ব্রাদার্স-ভিক্টোরিয়া ম্যাচÑ বিকেএসপি-৪ ব্রাদার্স ইনিংস ২৩৫/১০; ৪৯.১ ওভার (বিসলা ৭৮, মাইশুকুর ৩৮; মনির ৫/৩৮)। ভিক্টোরিয়া ইনিংস ২৩৪/৯; ৫০ ওভার (উত্তম ৪৯, মইনুল ৪১; বিসলা ৩/৩৯)। ফল ॥ ব্রাদার্স ১ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মানবিন্দর বিসলা (ব্রাদার্স)।
×