ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোম মাস্টার্স থেকে বিদায় ভেনাস ও পিসকোভার

শেষ চারে সিমোনা, মুগুরুজা

প্রকাশিত: ০৬:০৩, ২১ মে ২০১৭

শেষ চারে সিমোনা, মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ রোম মাস্টার্সের শেষ চারে উঠেছেন তিন নম্বর বাছাই স্পেনের গারবিন মুগুরুজা ও ৬ নম্বর বাছাই রোমানিয়ার সিমোনা হ্যালেপ। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে দুই নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা ও সাবেক বিশ্বসেরা ৯ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। এছাড়া ৮ নম্বর বাছাই ইউক্রেনের এলিনা ভিতোলিনা ও ১৫ নম্বর বাছাই হল্যান্ডের কিকি বার্টেন্স উঠেছেন সেমিফাইনালে। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে সিমোনার সঙ্গে লড়বেন বার্টেন্স এবং মুগুরুজার বিরুদ্ধে ভিতোলিনা। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মুগুরুজা ও ভেনাসের মধ্যে। যদিও প্রথম সেটে একতরফাভাবে জিতে যান মুগুরুজা। দুর্দান্ত কিছু ফোরহ্যান্ড আক্রমণে কোণঠাসা করে ফেলেন ভেনাসকে, জেতেন ৬-২ ব্যবধানে। কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ভেনাস। ৭ বারের গ্র্যান্ডসøাম জয়ী এ তারকা জেতেন ৬-৩ সেটে। ম্যাচের ফলাফল নির্ধারণী তৃতীয় সেটে আর ভুল করেননি স্প্যানিশ তারকা। এবারও দাপটের সঙ্গে খেলে জিতে গেছেন ৬-২ সেটে। এ জয়ের ফলে মুগুরুজার ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে উঠে আসা নিশ্চিত হয়ে গেছে। আসন্ন ফ্রেঞ্চ ওপেনে তিনি চার নম্বর বাছাই হিসেবে খেলবেন। কারণ বিশ্বের দুই নম্বর সেরেনা উইলিয়ামস রেল্যাঁ গ্যারোতেও অংশ নেবেন না গর্ভধারণের জন্য। এবার সেমিতে তার প্রতিপক্ষ ভিতোলিনা। আট নম্বর বাছাই এ ইউক্রেনিয়ান তরুণী অঘটনের জন্ম দিয়েছেন। অন্যতম ফেবারিট চেক তারকা পিসকোভাকে বিদায় করেন তিনি। আসরের দুই নম্বর বাছাই পিসকোভা হেরেছেন ৬-২, ৭-৬ (৯-৭) সেটে। ফ্রেঞ্চ ওপেনের আগে এটিই সব তারকার শেষ প্রস্তুতি। ২০১৪ সালে প্যারিসের এ গ্র্যান্ডসøাম আসরের ফাইনাল খেলেছিলেন সিমোনা। রোমান তারকা এবার প্রস্তুতিটা বেশ ভালভাবেই সারছেন। শেষ আটের লড়াইয়ে তিনি সহজ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন এস্তোনিয়ার কোয়ালিফায়ার এ্যানেট কন্টাভেইটকে। তাকে ৬-২, ৬-৪ সেটে উড়িয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে সিমোনা বলেন, ‘আজ দারুণ একটা ম্যাচ হয়েছে। কিন্তু আমি হয়তো দ্বিতীয় সেটটা আরও দ্রুত শেষ করতে পারতাম। কিন্তু সে কিছুটা ঘুরিয়ে দিতে পেরেছে ম্যাচের পরিস্থিতি। কিছু গেমে সত্যিই দারুণ খেলে খুব ভাল প্রতিদ্বন্দ্বিতা করেছে সে। ১৫তম বাছাই ডাচ তরুণী বার্টেন্সের বিরুদ্ধে নামবেন তিনি সেমিতে। বিশ্বের ২০ নম্বর র‌্যাঙ্কিংধারী বার্টেন্সও সহজ জয় তুলে নেন। তিনি অস্ট্রেলিয়ান কোয়ালিফায়ার দারিয়া গাভ্রিলোভাকে ৬-৩, ৬-৩ সেটে পরাস্ত করেন। এবার রেড ফোরো ইটালিকো ক্লে কোর্টে এই চার প্রতিদ্বন্দ্বী লড়বেন ফাইনালে ওঠার জন্য।
×