ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিএলে মুম্বাই-পুনে ফাইনাল আজ

প্রকাশিত: ০৬:০১, ২১ মে ২০১৭

আইপিএলে মুম্বাই-পুনে ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়র লীগের (আইপিএল) ফাইনাল আজ। জমজমাট টি২০ ঘারনার দশম আসরের শিরোপার লড়াইয়ে মুখোমুখি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও স্টিভেন স্মিথের রাইজিং পুনে সুপারজায়ান্ট। আইপিএল ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই এর আগে ২০১৩ ও ২০১৫ সালে সর্বোচ্চ দু’বার চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে দুর্নীতির অভিযোগে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের সাময়িক নিষেধাজ্ঞায় নতুন দল হিসেবে পুনে গতবারই (২০১৬) প্রথম এ টুর্নামেন্টে নাম লেখায়। সেভাবে আলোচনায় না থাকলেও নিজেদের দ্বিতীয় আসরেই ফাইনালে উঠে চমক দেখাল স্মিথ-মহেন্দ্র সিং ধোনিরা। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজকের হাইভোল্টেজ ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। লীগ পর্বে ১৪ খেলায় ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে শেষ চারে উঠে আসে মুম্বাই। ‘কোয়ালিফায়ার-১’এ এই পুনেই ছিল তাদের প্রতিপক্ষ। ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল স্মিথের দল। ওই ম্যাচে মুম্বাইকে ২০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকেট নিশ্চিত করে পুনে। অর্থাৎ এবারের আসরে লীগ পর্বে দু’বার ও শেষ চারে একবারসহ মুখোমুখি মোট তিন দেখায় প্রতিবারই ইন্ডিয়ান্সদের হারিয়েছে সুপারজায়ন্টরা। টুর্নামেন্টের শুরুতে সাদামাটা মনে হলেও পরের দিকে দারুণভাবে জ্বলে ওঠে স্মিথের দল। ব্যাটিং লাইনে অধিনায়কের সঙ্গে আছেন অজিঙ্কা রাহানে, ধোনি, মনোজ তিওয়ারির মতো উইলোবাজ। স্থানীয়দের মধ্যে দারুণ করছেন রাহুল ত্রিপাথি। বোলিংয়ে শার্দুল ঠাকুর, জাভেদ উনাদকড় ও অফস্পিন-চমক ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে ‘কোয়ালিফায়ার-১’এ হেরে গেলেও ‘কোয়ালিফায়ার-২’ ম্যাচে কলকাতা নাইটরাইডার্সকে (কেকেআর) কার্যত দুমড়ে মুচড়ে ফাইনালে উঠে আসে মুম্বাই। বৃষ্টিবিঘিœত ‘এলিমিনেটরে’ গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়রাবাদকে হারালেও এদিন ইন্ডিয়ান্সদের কাছে নাস্তানাবুদ গৌতম গাম্ভীরের কেকেআর অলআউট হয় মাত্র ১০৭ রানে। মূলত বোলাররাই মুম্বাইর সহজ জয়ের (৬ উইকেটে) পথ তৈরি করে দেয়। মাত্র ১৬ রানে ৪ উইকেট নিয়ে নায়ক লেগস্পিনার করণ শর্মা। পেসার জাসপ্রিত বুমরাহ ৭ রানে ৩ ও অভিজ্ঞ মিচেল জনসন নেন ২টি করে উইকেট। হারদিক পা-িয়া (৩০ বলে ৪৫*) ও রোহিতের (২৪ বলে ২৬) ব্যাটে ভর করে ১৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। ‘আমরা অনেক খেটেছি। ফাইনালের টিকেটের জন্য কঠিন লড়াই করতে হয়েছে। কিন্তু আজ নিখুঁত ছিলাম। সাফল্যের বড় কৃতিত্ব বোলারদের। লক্ষ্য ছিল কেকেআরকে কিছুতেই বেশি রান তুলতে দেয়া যাবে না। করণ-বুমরাহরা সেটাই করেছে।’ বলেন অধিনায়ক। আত্মবিশ্বাসী রোহিত আরও যোগ করেন, ‘আমাদের দলের বিশেষত্ব হচ্ছে, আমরা কোন একজন ক্রিকেটারের ওপর নির্ভরশীল নই। দলগত চেষ্টাই সবকিছু। পুনের বিরুদ্ধে আমাদের ইতিহাস খুব একটা ভাল নয়। কিন্তু আর তো মাত্র একটা বাধা। এভাবে একটা টিম হয়ে খেলতে পারলে সম্ভব। আমরা শিরোপা জয়ের জন্যই মাঠে নামব।’ ব্যাটিংয়ে রোহিত পাচ্ছেন লেন্ডল সিমন্স, আমবাতি রাইডু, পার্থিব প্যাটেল, কাইরেন পোলার্ডকে। করণ-জনসন-বুমরাহদের সঙ্গে বোলিংয়ে লাসিথ মালিঙ্গা আছেন। সুতরাং জমবে লড়াই বেশ।
×