ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

বঙ্গবন্ধুকে নিয়ে নাটক ‘মহামানবের দেশে’

প্রকাশিত: ০৫:৫৬, ২১ মে ২০১৭

বঙ্গবন্ধুকে নিয়ে নাটক ‘মহামানবের দেশে’

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে আলোড়িত হলো গ্রামের এক তরুণ। এরপর পাকিস্তানের পরাধীনতার শৃঙ্খল পেরিয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল ওই যুবক। যুদ্ধ পরবর্তী স্বাধীন দেশে যুবক একবার দেখতে চাইল তার প্রিয় নেতাকে। সে লক্ষ্যেই এক পত্রিকার সম্পাদকের মাধ্যমে জানতে পারেন ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় নেতাকে দেখতে পারার আনন্দে ঘুমিয়ে পড়া যুবক সকালে উঠে জানতে পারে সপরিবারে নিহত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে আবারও ফিরে গেল। প্রতিবাদে উড়িয়ে দিল দেশের পতাকা। এমন এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে টেলিভিশন নাটক ‘মহামানবের দেশে’। সহিদ রাহমানের মূল গল্পে নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করছেন মান্নান হীরা। অভিনয়শিল্পীরা হলেন তারিক আনাম খান, জলি জহুর, ফজলুর রহমান বাবু, শর্মীমালা প্রমুখ। শনিবার নাটকটির প্রযোজনা সংস্থা পিয়া ভিশনের আয়োজনে নাটকটির মহরত অনুষ্ঠিত হয়ন। রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশে কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, চিত্রনায়ক ফারুক প্রমুখ। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন নাটকের নির্দেশক মান্নান হীরা। নাটকটি প্রসঙ্গে মান্নান হীরা বলেন, গ্রামের তৃণমূল মানুষ যে বঙ্গবন্ধু কতটা ভালবাসত ওই মুক্তিযোদ্ধা যুবকের মাধ্যমে সে গল্পই তুলে ধরা হবে নাটকে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের তাৎপর্যটিও উপস্থাপন করা হবে হৃদয়গ্রাহী কর। ঢাকার মঞ্চে সেলিম আল দীনের ‘স্বপ্নরমণীগণ’ প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের অসমাপ্ত গীতিনাট্য ‘স্বপ্নরমণীগণ’ মঞ্চে এনেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের ¯œাতক প্রথম বর্ষের সমাপনী প্রযোজনা হিসেবে গত ৯ ও ১০ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটির নবরূপায়ন ও নির্দেশনা দিয়েছেন বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ। ঢাকার মঞ্চে নাটকটির প্রথম মঞ্চায়ন হলো শনিবার। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়। প্রয়াণের আগে সেলিম আল দীন কাজ করছিলেন এই গীতিনাট্য নিয়ে। স্বপ্নরমণীগণে তিনি তার চরিত্রদের দাঁড় করিয়ে দিয়েছেন দ্বৈত-অদ্বৈতের এক অবিনাশী সমীকরণে। এ নাটকে তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন এক পাথরে। পাথর থেকে ক্রমান্বয়ে বের হয়ে আসা সাতজন নারীর গল্প নিয়ে এগিয়ে চলে নাটকের মঞ্চ পরিভ্রমণ। ঐতিহ্যবাহী বাংলানাট্য ও নৃগোষ্ঠী নাট্য আঙ্গিকের মিশেল রয়েছে নাটকটিতে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রান্ত সাহা, সামিউল হক ভুঁইয়া, বর্ষা বিশ্বাস, প্রশান্ত প্রসাদ স্বর্ণকার, তুষার ধর, কৃষ্ণা সজ্জন পূজা, আকাশ সরকার, অন্তরা সাহা লাকি, হাজেরা আক্তার কেয়া, মেহনাজ জাহান প্রমুখ। চার গুণজীনকে সম্মাননা অসংখ্য অসাধারণ মানুষের অসামান্য অবদানে নির্মিত হয়েছে গৌরবোজ্জ্বল বাংলাদেশ। তাঁদের সেই ঋণ স্বীকার ও কৃতজ্ঞতা প্রকাশের অঙ্গীকারে ওকে ওয়ার্ল্ড ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে প্রবর্তিত ‘ওকে ওয়ার্ল্ড-চ্যানেল আই গোল্ড এ্যাওয়ার্ড’ অসাধারণত্বের সম্মাননা প্রদান করা হলো চার গুণীজনকে। সম্মাননাপ্রাপ্তরা হলেন দেশের স্বাধীনতা, সাংবাদিকতা, শিল্প সংস্কৃতিতে অবদানের জন্য মরহুম শাহাদত চৌধুরী, অভিনয়ের অবদানের জন্য চলচ্চিত্র অভিনেত্রী ববিতা ও ক্রীড়াশিক্ষক হিসেবে দেশের অসংখ্য বিশ্বসেরা ক্রিকেটার তৈরির অবদানের জন্য সৈয়দ আলতাফ হোসেন এবং স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায় হিসেবে মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহের জন্য চ্যারি ফুটবল ম্যাচের আয়োজক আইনুল হককে। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪২ বছরে অপেরা ৪২ বছরে পদার্পণ করল নাট্যদল অপেরা। এ উপলক্ষে গতকাল মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ছিলো আলোচনা সভা ও গুণীজন সম্মাননা। সম্মাননা জানানো হয় সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান ও নাজমুল হুা বাচ্চুকে। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার এবং এরিস্টোফার্মার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসান। অপেরার সভাপতি আতিয়ার রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাঈদ তারেক ও সাদেক সিদ্দিকী। সবশেষে ছিল সাঈদ তারেক রচিত ও নির্দেশিত হাসির নাটক ‘হায়বৎ জংবাহাদুর’-এর মঞ্চায়ন। ‘একটুকু ছোঁয়া লাগে’ ॥ প্রযোজনা সংস্থা লেজার ভিশনের ব্যানারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হলো নজরুলসঙ্গীত শিল্পী দম্পতি খায়রুল আনাম শাকিল ও কল্পনা আনামের গাাওয়া ব্যতিক্রমধর্মী রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম ‘একটুকু ছোঁয়া লাগে’। শনিবার সন্ধ্যায় ধানম-ির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
×