ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৪ প্রতারক গ্রেফতার

দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত, যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৬, ২১ মে ২০১৭

দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত, যুবকের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন মোবাইল ফোন কোম্পানিতে চাকরি দেয়ার অজুহাতে প্রতারণা করার অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব। তারা হলেন, নাসির উদ্দিন (৩২), রফিকুল ইসলাম সজিব (৩৫), আরমান হাওলাদার (২৮) ও তোফায়েল ইসলাম শামীম (২৯)। শনিবার রাজধানীর কাওরানবাজারের পিসি গার্ডেন টাওয়ারে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে চাকরি প্রত্যাশী বেশ কজন বেকার তরুণ তরুণীর সিভি জব্দ করা হয়। আটকরা জানিয়েছেন, তারা উচ্চশিক্ষিত বেকার তরুণ তরুণীদের নাম ঠিকানা ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে সংগ্রহ করার পর নিজেরাই লোভনীয় পদে চাকরির অফার দিত। এতে অনেকেই সাড়া দিয়ে অফিসে যোগাযোগ করত। তখন তাদের কাছে অফিস খরচ ও সিকিউরিটি বাবদ একটা সুনির্দিষ্ট অঙ্কের টাকা হাতিয়ে নিত। র‌্যাব জানিয়েছে, আটককৃতরা বিভিন্ন কৌশলে নিরীহ বেকার যুবকযুবতীদের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে নিত টাকা পয়সা। সম্প্রতি এমন কজন প্রতারিত যুবকের অভিযোগে ওই অফিসে নজরদারির পর এ অভিযান চালানো হয়। কিশোরের মৃত্যু রাজধানীর কাওরানবাজারের পিসি গার্ডেন টাওয়ারে অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে জাহিদুল ইসলাম (১৫) নামের এক কিশোর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত জাহিদের পরিচিত ইমন জানান, যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্প ছনটেক এলাকার রাস্তায় আহতাবস্থায় পড়ে থাকতে দেখে জাহিদকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহিদের চাচাত ভাই মোঃ আইয়ুব আলী জানান, তারা যাত্রাবাড়ী ছনটেক এলাকায় থাকেন। স্থানীয় একটি ফ্যান কারখানায় চাকরি করত জাহিদ। কেন বা কারা তাকে হত্যা করেছে তা তিনি জানাতে পারেননি। জাহিদ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ফোরকান হাওলাদারের সন্তান। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেছেন, জাহিদের মৃত্যু সংবাদ আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রেস্তরাঁ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু ধানম-িতে একটি রেস্তরাঁ থেকে পড়ে শাহরিয়ার সুলভ (৩৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ধানম-ির ১১/এ সড়কের ৫১ নম্বর বাসার আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের একটি বিল্ডিংয়ের নস্টালজিক রেস্টুরেন্টে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ধানম-ি থানার ওসি আবুল লতিফ জানান, ওই যুবক বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে না পড়ে গিয়ে মারা গেছে তা এখনও বোঝা যাচ্ছে না। আমরা সিসিটিভি ক্যামেরায় দেখেছি, ওই যুবক একাই রেন্টুরেন্টের বারান্দায় গেছে। শব্দ পেয়ে ওই রেস্টুরেন্টের লোকজন এগিয়ে গিয়ে দেখে সে বিল্ডিং থেকে নিচে পড়ে মারা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যবসায়ী গুলিবিদ্ধ রাজধানীর নবাবপুর রোডের দোকানে বসে থাকা এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলিবিদ্ধ করেছে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা। চাঁদার দাবিতে এ ঘটনা ঘটে শনিবার বিকেল ৪টায়। ঘটনাস্থল রাজধানীর নবাবপুরের ১/২ নম্বর সিটি হার্ডওয়্যার। এতে দোকান ম্যানেজার সেলিম (৫০) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি মরহুম বারেক মিয়ার ছেলে। পরিবার নিয়ে তিনি ওয়ারী থানার দক্ষিণ মাসুন্দিতে থাকেন। আহত সেলিমের ভাই খাইরুল ইসলাম জানিয়েছেন, সেলিম ওই দোকানে দীর্ঘদিন ধরে কাজ করে। দোকানটির মালিক তার এক বন্ধু। বিকেল ৪টার দিকে ৪/৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত মুখোশ পরে দোকানে ঢুকে চাঁদা দাবি করে। কিন্তু আশপাশের দোকানের আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে সেলিম দুর্বৃত্তদের ধাওয়া দেয়। এতে তারা পালিয়ে যায়। পালানোর সময় তারা ফাঁকা গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হন সেলিম। তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪ টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সেলিমের পেটের ডান দিকে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কলাভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে রং করার সময় পড়ে ইলাহী (১৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটায় কলাভবনের ৬ তলার বাইরের দেয়ালে মই দিয়ে রং করার সময় ঘটনাটি ঘটে। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
×