ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

প্রকাশিত: ০৫:২৬, ২১ মে ২০১৭

সোনারগাঁয়ে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসীবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান খান আবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। বিশেষ বক্তা ছিলেন স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম, বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান ডা. আবদুর রউফ, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ওমর ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম প্রমুখ। ওই পক্ষটি দেশকে জঙ্গীবাদী রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। ভাইয়ের শ্বশুরের লালসার শিকার প্রতিবন্ধী নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২০ মে ॥ পাঁচবিবির সমসাবাদ গ্রামে ভাইয়ের শ্বশুরের লালসার শিকার হয়েছে প্রতিবন্ধী বোন। এ ঘটনা ধরঞ্জী ইউনিয়ন পরিষদের মেম্বার সাখাওয়াতের মধ্যস্থতায় ৪০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা হয়। ধর্ষিতার মা জানান, আমার ছেলের সঙ্গে বাগুয়ান গ্রামের তোফাজ্জল হোসেন তোফার মেয়ের বিয়ে হয়েছে। আমার বিয়াই তোফাজ্জল হোসেন তোফা শুক্রবার দুপুরে বাড়িতে বেড়াতে আসে। তোফা আমার প্রতিবন্ধী মেয়েকে ফুঁসলিয়ে বাড়ির পাশের আখক্ষেতে নিয়ে ধর্ষণ করে। স্থানীয় লোকজন হাতে নাতে তোফাজ্জলকে ধরে ফেলে। এ বিষয়ে সাখাওয়াত মেম্বারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। শিক্ষাবৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ মে ॥ রংপুর বিভাগের সাত জেলার পিছিয়ে পড়া ও প্রতিকূল পরিবেশে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৯৩ শিক্ষার্থীর মাঝে শনিবার ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির ১১ লাখ ১৬ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজজামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল হক পিকেএসএফর উপব্যবস্থাপনা পরিচালক ফয়জুল কাদের ও অভিভাবক। বিজ্ঞানমেলা শুরু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীতে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ মেলা শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান। জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী, কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম মোঃ ফারুক প্রমুখ।
×