ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানাজায় যাওয়ার পথে নিজেরাই লাশ

প্রকাশিত: ০৫:২১, ২১ মে ২০১৭

জানাজায় যাওয়ার পথে নিজেরাই লাশ

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২০ মে ॥ মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নারী-পুরুষসহ তিনজন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও সাত জন। শনিবার সকাল সাড়ে ৭টার সময় বাঁশবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রাম নগরীর ইলিয়াছ কোম্পানির বাড়ির নাছের (৬০), হাটহাজারি বালুছড়া এলাকার সুলেমান (৬০) ও স্থানীয় পথচারী বাঁশবাড়ীয়া দাশ বাড়ি এলাকার নিতাই চন্দ্র দাশের স্ত্রী অনিকা রানী দাশ (৪৫)। আহতরা হলেন আবদুল আজিজ, জাকির হোসেন, মমতাজ, চট্টগ্রাম নগরীর ষোলোশহর সাইদুল, ষোলোশহর ইলিয়াছ কোম্পানি বাড়ির আরিফ নাছেরের স্ত্রী রাজু আক্তার ও অজ্ঞাত। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। জানা যায়, শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর ষোলোশহর থেকে মীরশ্বরাই বারৈয়াহাট শান্তিরহাট এলাকায় আত্মীয়ের জানাজায় যাচ্ছিল দুটি মাইক্রোবাস যোগে নাছের গং পরিবারের সদস্যরা। সীতাকু- উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া দাশপাড়া এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে দাশপাড়া পুকুরে পড়ে যায়। এতে একটি মাইক্রোবাসে ২ জন ঘটনাস্থলে মারা যায় এবং ৭ জন গুরুতর আহত হয়। একই ঘটনায় স্থানীয় দাশ বাড়ির নিতাই দাশের স্ত্রী সকালে পুকুরে মুখ পরিষ্কার করতে গেলে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস চাপায় তারও মৃত্যু হয়। ড্রেনেজ সমস্যা নিরসন চসিকের একার পক্ষে সম্ভব নয় নাগরিক সংলাপ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত জলাবদ্ধতাবিষয়ক নাগরিক সংলাপে আলোচকরা বলেছেন, এ সমস্যা নিরসন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। সমস্যা নিরসনে মেজর ক্যাপিটাল ওয়ার্কের প্রয়োজন। এ মেজর ক্যাপিটাল ওয়ার্ক শুধু চসিকের পক্ষে মেয়র একা করেন না। মেজর ডেভেলপমেন্ট অথরিটিসমূহ এ কাজ করে থাকে। চিটাগাং সেন্টার ফর এডভান্সড স্টাডিজ এবং ফোরাম ফর প্ল্যান্ড চিটাগং এর যৌথ উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ স্থপতি জেরিনা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ড. শফিক হায়দার চৌধুরী, চিটাগাং সেন্টার ফর এডভান্সড স্টাডিজের সদস্য সচিব ড. শামসুল হোসাইন, কবি সাংবাদিক আবুল মোমেন, ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আফসার, ড. মঞ্জুরুল কিবরিয়া, মোসলেম উদ্দিন খালেদ প্রমুখ।
×