ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীর নগ্ন ছবি নেটে ॥ পুলিশ ব্যবস্থা নেয়নি

প্রকাশিত: ০৫:২১, ২১ মে ২০১৭

স্কুলছাত্রীর নগ্ন ছবি নেটে ॥ পুলিশ ব্যবস্থা নেয়নি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও নেটে ছড়িয়ে দিয়েছে এক লন্ডন প্রবাসী। বিভিন্ন মোবাইল ফোন ও কম্পিউটারে ছড়িয়ে পড়ায় হাঁসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে। মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রী দুবার আত্মহত্যা করতে গেলেও পরিবারের লোকজনের চোখে পড়ায় কোন অঘটন ঘটেনি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত বুধবার রাতে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ এখনও পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা নেয়নি। বরং থানায় অভিযোগ করার কারণে লন্ডন প্রবাসী রুবেল মাঝির বাবা পশ্চিম হাঁসাড়া গ্রামের আওলাদ মাঝি তার লোকজন নিয়ে মেয়ের বাবাকে অভিযোগ উঠিয়ে নেয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। অপরদিকে ওই ছাত্রী অভিযোগ করে, রুবেলের দুই ভাই রিফাত ও রায়হান তাদের বন্ধু-বান্ধব নিয়ে তাকে হয়রানি করছে। ছাত্রীর পরিবার ও স্থানীয়রা জানায়, ওই ছাত্রী সপ্তম শ্রেণীতে পড়ার সময় রুবেল মাঝি তাকে ফুসলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রায় চার বছর আগে রুবেল লন্ডন চলে যায় এবং আকলিমা নামে রুবেলের এক আত্মীয়াকে দিয়ে ওই ছাত্রীর কাছে একটি আধুনিক মোবাইল ফোন পাঠায়। মোবাইল ফোনে রুবেলের সঙ্গে ওই ছাত্রীর প্রায় সময়ই ভিডিও কলে কথা হতো। কথা বলার বিভিন্ন সময়ে রুবেল কথার মারপ্যাঁচে ওই ছাত্রীকে দুর্বল করে কিছু নগ্ন ছবি ও ভিডিও হাতিয়ে নেয়। একপর্যায়ে তাদের সম্পর্কের কথা রুবেলের পরিবার জেনে যায়। প্রথমে বাধা সৃষ্টি করলেও পরে তারা দরিদ্র পরিবারের ওই ছাত্রীকে ছেলের বউ করে নিতে রাজি হয়। কিন্তু কিছুদিন আগে রুবেলের পরিবার কোন কারণ ছাড়াই বেঁকে বসে এবং ছেলের ওপর চাপ সৃষ্টি করে। রুবেল প্রথমে নীরব থাকলেও পরে ওই ছাত্রীকে জানিয়ে দেয় পরিবারের সিদ্ধান্তের বাইরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। এ নিয়ে রুবেলের সঙ্গে ওই ছাত্রীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে রুবেল ওই ছাত্রীর নগ্ন ভিডিও মোবাইল ফোন ও নেটে ছড়িয়ে দেয়। বিষয়টি এলাকায় ভাইরাল হয়ে যাওয়ায় ওই ছাত্রী দুবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে যায়। কয়েকদিন আগে বিষয়টি শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানতে পারেন এবং উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য ওসিকে নির্দেশ দেন। এর পরই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানায়, রুবেল ছোটবেলা থেকেই বখাটে। সে হাঁসাড়া উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় অনৈতিক কর্মকা-ের কারণে স্কুল কর্তৃপক্ষ তাকে টিসি দিয়ে বের করে দেয়। পরে সে বেজগাঁও এলাকার এক আত্মীয়র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং সর্বস্ব লুটে সটকে পড়ে। পরে রুবেলের টার্গেট হয় ওই স্কুলছাত্রী। এ বিষয়ে হাঁসাড়া ইউপি চেয়ারম্যান সোলায়মান খান বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, এর উপযুক্ত বিচার হওয়া উচিত।
×