ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফতুল্লায় শিশুকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৫:২০, ২১ মে ২০১৭

ফতুল্লায় শিশুকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় পাঁচ বছরের এক অজ্ঞাত শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শিশুকল্যাণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্কুলের সীমানা দেয়ালের ভেতরের ড্রেন থেকে শিশুর গলাকটা লাশটি উদ্ধার করে পুলিশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাউফলে শ্বশুরবাড়িতে জামাতা খুন নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, শ্বশুরবাড়ি বেড়াতে এসে খুন হয়েছেন রাসেল (৩০)। তার বাবার নাম জাফর গাজী। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পুটিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে তার বাড়ি। জানা গেছে, রাসেল বুধবার রাতে মোড়লগঞ্জ থেকে বাউফলের সূর্যমণি ইউনিয়নের পূর্ব রামনগর গ্রামে শ্বশুর কাওসার মুন্সির বাড়িতে বেড়াতে আসে। রাসেলের স্ত্রী লাভলী আক্তার বিয়ের পর থেকেই বাবার বাড়ি থাকত। ঘটনার দিন শুক্রবার সকাল ৮টার দিকে রাসেল মসজিদের কাছে টিউবওয়েলে গোসল করতে গেলে চাচাতো শ্যালোক তুফান ও তার খালাতো ভাই জাহিদুল লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে রাসেল অজ্ঞান হয়ে পড়ে। এরপর তারা পুনরায় ইট দিয়ে রাসেলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় থেতলে দেয়। একপর্যায়ে দিয়াশলাই দিয়ে তার দুই পায়ে ছ্যাঁকা দেয়া হয়। এ ঘটনার পর বাড়ির লোকজন রাসেলকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ওইদিন সন্ধ্যায় তিনি মারা যান। নিহত রাসেলের শাশুড়ি আনারকলি অভিযোগ করেন, জমিজমা নিয়ে ভাসুর আনছারুল হক মুন্সির সঙ্গে তাদের মামলা চলছে। তার স্বামী মারা যাওয়ার পর জামাই রাসেল ওই মামলা দেখাশুনা করত। বৃহস্পতিবার সকালে রাসেল মামলার কাজে পটুয়াখালী গেলে ক্ষুব্ধ ভাসুরের ছেলে তুফান তার জামাতা রাসেলকে খুন করে। নিহত রাসেলের বড় ভাই নাজিম গাজী বাদী হয়ে বাউফল থানায় মামলা করেছেন। বাগেরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, কচুয়ায় লিটন হালদার (২৫) নামে ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে পশ্চিম পিপুলজুড়ি গ্রামের নিজ মৎস্য ঘের থেকে পুলিশ লিটনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। নিহত লিটন হালদার এ গ্রামের প্রয়াত নারায়ণ চন্দ্র হালদারের ছেলে। শুক্রবার রাতে লিটনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রেখে গেছে। পুলিশ নিহতের মরদেহের ময়নাতদন্ত করতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কী কারণে কারা লিটনকে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। বদরগঞ্জে যুবকের আত্মহত্যা সংবাদদাতা বদরগঞ্জ, রংপুর থেকে জানান, আকতারুজ্জামান (২৬) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে। ওই যুবকের বাড়ি উপজেলার কুতুবপুর ইউনিয়নের উচাপাড়া গ্রামে। বদরগঞ্জ থানার-পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ওই যুবক বাড়ি থেকে পাশে নাগেরহাট বাজারে যান। এরপর আর ফিরেননি। গতকাল শনিবার সকালে তার বাড়ির পাশে আব্দুর রহিমের আমবাগানের গাছে আকতারুজ্জামানের গলায় রশি বাঁধা ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা। তার বাবা দেলদার হোসেন বলেন, আকতারুজ্জামান কিছুটা ভারসম্যহীন ছিল।
×