ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সদস্য প্রার্থীর মৃত্যু ॥ পুনঃতফসিল দাবি

প্রকাশিত: ০৫:১৯, ২১ মে ২০১৭

সদস্য প্রার্থীর মৃত্যু ॥ পুনঃতফসিল দাবি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২০ মে ॥ রামগতিতে নিজের নির্বাচনী প্রচারের সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে মনির উদ্দিন (৫০) নামে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফিরে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মনির উদ্দিন চরআব্দুল্যা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ছিলেন। আগামী ২৩ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে একই ওয়ার্ড থেকে মোরগ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাকির মাহমুদ জানান, চরআব্দুল্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মনির উদ্দিন মারা গেছেন বলে তিনি শুনেছেন। ওই ওয়ার্ডে এখন শেখ ফরিদ একাই প্রার্থী, যে কারণে ওই পদে ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মতামত চাওয়া হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসীর মতামত হচ্ছে, ওয়ার্ডে নির্বাচনী পুনঃতফসিল ঘোষণা করতে হবে। যেহেতু জনপ্রিয় প্রার্থীর মৃত্যু হয়েছে। তাড়াশে ১০ কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশ উপজেলায় ১০ কৃষকের নামে সার্টিফিকেট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এক বিধবা নিঃস্ব ও হতদরিদ্র নারী স্বামীর নামে সার্টিফিকেট মামলায় পুলিশের ভয়ে আতংকিত হয়ে পালিয়ে বেড়াচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনতা ব্যাংকের তাড়াশ শাখার কৃষি ঋণ খেলাপি তালিকায় মাধাইনগর ইউনিয়নের ভাদাস গ্রামের মৃত আব্দুল আজিজ ও মোকসেদ আলী, বৈত্রাশিন গ্রামের নবীর উদ্দিন, মাধাইনগর এর নবীন চন্দ্র বসাক ও তাড়াশ ইউনিয়নের সদর গ্রামের ওছমান গণি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) তাড়াশ শাখার মামলায় মালশিন গ্রামের কৃষক জসিম উদ্দিন ধাপতেতুলিয়া গ্রামের কৃষক এরফান আলী, কুন্দইল গ্রামের কৃষক বকুল আলী, গোন্তা গ্রামের আলতাব আলী ও শ্রীকৃষ্ণপুর গ্রামের কৃষক আব্দুল মান্নানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সার্টিফিকেট মামলার গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ইস্যু করেন। ফলে এ মামলার মৃত কৃষকদের ওয়ারিশনরা পুলিশি ভয়ে আতংকে দিন কাটাচ্ছে। বন্দুকযুদ্ধে খুলনায় ডাকাত নিহত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মুন্সি রাজু (২৭) নামের এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়। শুক্রবার রাত ৩টার দিকে নগরীর খ্রিস্টানপাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাজুকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজুর বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ অন্যান্য অভিযোগে ৫টির অধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে নগরীর টুটপাড়া খ্রিস্টানপাড়া বালুর মাঠ এলাকায় একদল দুস্কৃতি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরের ভিত্তিতে খুলনা থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায় রাত ৩টার দিকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২০ মে ॥ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার বেলা ১১টায় মির্জাপুর কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শামীম আল মামুনের সভাপতিত্বে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ঝর্ণা হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান প্রমুখ। ৬৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়। কৃষি প্রযুক্তি মেলা নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২০ মে ॥ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০১৭ শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় সরকারী জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্ত্বে, বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহেদুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। মেলা চলবে ২৩ মে পর্যন্ত।
×