ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিধবাকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:১৯, ২১ মে ২০১৭

বিধবাকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর দশমিনায় হাত-পা বেঁধে বিধবা মহিলার ওপর নির্যাতন ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালীর নেতৃবৃন্দ। শনিবার সকালে স্থানীয় লঞ্চঘাট টার্মিনাল চত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচী পালনকালে এক সমাবেশে এ দাবি জানানো হয়। সকাল সাড়ে ১০টায় মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা কমিটির সভাপতি অতুল চন্দ্র দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য তারক চন্দ্র সাহা, জেলা কমিটির সহসভাপতি তপন কর্মকার, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল বরণ দাস প্রমুখ। উল্লাপাড়ায় আম নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আম পাড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে পাঁচ নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া সানদারপাড়ায় সোহেল গ্রুপ ও আবু তালেব গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সাথী বেগম ও জন্টু হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়া পৌরসভার কমিশনার লেবু হোসেন জানান, বৃহস্পতিবার নয়ন জলের ছেলে আবু তালেব প্রবাসী হান্নান হোসেনের আম গাছে থেকে আম পাড়ে। এ সময় হান্নানের কেয়ারটেকার সোহেল হোসেনের স্ত্রী সুলতানা বেগম ও আবু তালেবকে শনিবার বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সুলতানা বেগম আহত হয়। এ ঘটনার জের ধরে শনিবার সকালে আবু তালেবসহ নয়ন জলের সাত ছেলে এবং স্থানীয় ২০-২৫ লোক দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সোহেল গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের আঘাতে বহিরাগত সাথী বেগম ও ঝন্টুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। কালকিনিতে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২০ মে ॥ সাপের কামড়ে হাসান শিকদার (৬৬) মারা গেছেন। অপরদিকে একই রাতে মেহেদী হাসান শাওন সাপের কামড়ে গুরুতর আহত হয়েছে। নিহত বৃদ্ধ পৌর ছাত্রদলের সভাপতি কাওসার হোসেন নান্নার বাবা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে প্রচ- গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাই ঠা-া বাতাসে দক্ষিণ রাজদী গ্রামের হাসান শিকদার বাইরে বের হন। এ সময় রাস্তার পাশে বিষাক্ত সাপ তাকে ছোবল দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়ি নিয়ে গেলে তিনি মারা যান। অপরদিকে একই সময় দৈনিক ভোরের ডাক পত্রিকার কালকিনি প্রতিনিধি মেহেদী হাসান শাওনকে বিষাক্ত সাপে ছোবল দেয়। এতে তিনি আহত হন। পরে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন।
×