ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপির গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:১৯, ২১ মে ২০১৭

বিএনপির গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ঢাকার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগর বিএনপি। বেলা ১১টায় বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হয়ে কাজির দেউড়ি মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে তল্লাশির নামে রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে। আওয়ামী লীগ ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। তারা জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা দখল করে খ্যান্ত হয়নি। বিএনপিসহ বিরোধীদলগুলোর ওপর একের পর এক নির্যাতন চালিয়েই যাচ্ছে। বেগম জিয়ার গুলশান কার্যালয়ে এ ধরনের তল্লাশি আওয়ামী লীগের অশুভ চক্রান্ত। বিএনপি যখনই দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সহায়ক সরকার গঠনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে ঠিক তখনই সরকার পক্ষে দুরভিসন্ধিমূলক আচরণ করা হয়ে থাকে। সমাবেশে বক্তব্য রাখেনÑ নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর, আবু সুফিয়ান, মোঃ মিয়া ভোলা, ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন দীপু। গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হয়রানিমূলক পুলিশী তল্লাশির প্রতিবাদে শনিবার গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচীর আয়োজন করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেনÑ সাবেক এমপি সাইফুল আলম সাজা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, এ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, নাদিম মাহমুদ, শহীদুজ্জামান শহীদ, ইলিয়াস হোসেন, মোস্তাক আহমেদ, এসএম কামাল হোসেন, জামান আলী, আব্দুল হাই, রাগিব চৌধুরী, আসাদুজ্জামান নোহানী তুষার, উৎপল, আহমেদ সেকেতুর রব অনিক, মুশফিকুর রহমান রিপন, খন্দকার জাকারিয়া জিম, খন্দকার আল আমিন, জাহিদুন্নবী তিমু, আব্দুল লতিফ, মাসুদার রহমান চৌধুরী, শফিউন করিম দোলন, মাহবুবার রহমান, হুনান হক্কানী, ইমদাদুল হক ইলু, আতোয়ার রহমান, ফেরদৌস আলম লিটন, শফিকুর রহমান খোকা, শরীফ উদ্দিন, মুনমুন প্রমুখ।
×