ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহররম সিকিউরিটিজের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ০৫:১৪, ২১ মে ২০১৭

মহররম সিকিউরিটিজের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে মহররম সিকিউরিটিজের বিরুদ্ধে গত ২ মে নিষেধাজ্ঞা জারি করেছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ। এতে কোম্পানিটি শেয়ার লেনদেনের ক্ষমতা হারিয়েছিল। এর পর কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সিএসই। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ২ মে সিএসইর ৫৭তম পর্ষদ সভায় জালালাবাদ সিকিউরিটিজ এবং মহররম সিকিউরিটিজ লি.র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে জালালাবাদ সিকিউরিটিজকে ২০ লাখ টাকা জরিমানা করেছিল সিএসই। সিএসই জানায়, জালালাবাদ সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করতে পারবেন। কিন্তু তাদের কোন শাখায় শেয়ার লেনদেন করা যাবে না। পাশাপাশি আইন লঙ্ঘনের কারণে তাদের ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার স্পট মার্কেটে ফিনিক্স ইন্স্যুরেন্স বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটকে কেন্দ্র করে আজ রবি ও সোমবার স্টক এক্সচেঞ্জে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে কেনাবেচা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রেকর্ড ডেটের কারণে ২৩ মে মঙ্গলবার এ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ফিনিক্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। সর্বশেষ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৪ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৪ টাকা ৬৪ পয়সা। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২১ জুন দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলে এজিএম আয়োজন করবে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×