ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইবিএল সিকিউরিটিজের অভিযোগ তদন্তে কমিটি গঠন

প্রকাশিত: ০৫:১৪, ২১ মে ২০১৭

ইবিএল সিকিউরিটিজের অভিযোগ তদন্তে কমিটি গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্টেকহোল্ডার ইবিএল (ইস্টার্ন ব্যাংক লিমিটেড) সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোঃ ছায়েদুর রহমান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইস্টার্ন ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালকও। সম্প্রতি বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় দুই সদস্যের কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপপরিচালক মোহাম্মাদ গোলাম কিবরিয়া ও সহকারী পরিচালক সুলতান সালাউদ্দিন। নির্দেশনায় বলা হয়েছে, ইবিএল সিকিউরিটিজের গ্রাহক মোয়েজ্জেম হোসাইন ও আইআর হোসাইনের অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কমিশনের সংশ্লিষ্ট বিভাগ। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০-এর বিধি ১৫ ও ১৬ অনুযায়ী এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ডিপোজিটরি প্রবিধানমালা ২০০৩-এর ৩৬ ধারায়ও কমিটি গঠনে অনুসরণ করা হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ইবিএল সিকিউরিটিজ থেকে মোয়েজ্জেম হোসাইন ও আইআর হোসাইন কোন মার্জিন লোন গ্রহণ করেননি বলে বিএসইসিতে অভিযোগ করেন। তবে সিকিউরিটিজ হাউজটি তাদের পোর্টফোলিওতে মার্জিন লোন দেখিয়েছে। এর আগে গত বছরের শেষদিকে ইবিএল সিকিউরিটিজের গ্রাহক মাহবুবুর রহমান (বিও হিসাব নম্বর ১২০১৯৫০০০০০০৮১০৬) সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগ করলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে বিএসইসি চিঠির মাধ্যমে সতর্ক করে। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদান করে ইবিএল সিকিউরিটিজ ব্যবসা পরিচালনা করছে দাবি করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও বিএমবিএ সভাপতি মোঃ ছায়েদুর রহমান বলেন, আমাদের সম্মানিত গ্রাহক ২০১০ সালের ইস্যু নিয়ে ২০১৭ সালে এসে অভিযোগ করেছেন। অতিসাধারণ একটি বিষয় নিয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। বিএসইসি যেহেতু তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সেহেতু তদন্ত প্রতিবেদনেই বিস্তারিত উঠে আসবে। ইবিএল সিকিউরিটিজের পক্ষ থেকে তদন্ত কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিষয়টি উঠে আসবে বলে আশা করেন তিনি।
×