ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে নতুন কোম্পানিতে আগ্রহ বেড়েছে

প্রকাশিত: ০৫:১৩, ২১ মে ২০১৭

পুঁজিবাজারে নতুন কোম্পানিতে আগ্রহ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ বাড়ছে নতুন কোম্পানিরগুলোর প্রতি। গত সপ্তাহে নতুন কোম্পানি অর্থাৎ ‘এন’ ক্যাটাগরির শেয়ার দর অধিকাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটাগরিতে শেয়ার দর বেড়েছে প্রায় ৬৩.২১ শতাংশ। গত সপ্তাহে ‘এন’ ক্যাটাগরির লেনদেন বেড়েছে ২২ কোটি ৩৯ লাখ টাকা। তবে সূচক কিছুটা কমলেও গত সপ্তাহে আগের তুলনায় বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে। মোট ৪.৯২ শতাংশ আগের তুলনায় লেনদেন বেড়েছে। সূত্রমতে, গত সপ্তাহে ‘এন’ ক্যাটাগরির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ কোটি ৮১ লাখ ১৩ হাজার টাকা। তার আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৩৫ কোটি ৪২ লাখ ১৩ হাজার টাকা। এদিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমাণ লেনদেন হয়েছে তার ১.৯৫ শতাংশ অবদান রেখেছে ‘এন’ ক্যাটাগরি। ডিএসইতে বর্তমানে এন ক্যাটাগরিতে ৪ কোম্পানি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে ফরচুন সুজের। গত সপ্তাহে এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১.৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে এ কোম্পানির ৪৩ লাখ ৬৬ হাজার ৩৩টি শেয়ার ৪ হাজার ৯৪২ বার হাতবদল হয়। সপ্তাহের শুরুতে কোম্পানির শেয়ার লেনদেন হয় ৫৩.৪০ টাকায়। সপ্তাহ শেষে লেনদেন হয় ৫৪.৪০ টাকায়। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির লেনদেন বেড়েছে ০.৫৭ শতাংশ। বিদায়ী সপ্তাহে এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ০.৫৭ শতাংশ। সপ্তাহজুড়ে এ কোম্পানির ৬ লাখ ৪২ হাজার ১৪৪টি শেয়ার ৫৫৬ বার হাত বদল হয়। সপ্তাহের শুরুতে কোম্পানির শেয়ার লেনদেন হয় ১৭.৫০ টাকায়। সপ্তাহ শেষে লেনদেন হয় ১৭.৬০ টাকায়। তবে ফরচুন সুজ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেলেও প্যাসিফিক ডেনিম ও শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে। ডিএসই তথ্যানুযায়ী, গত সপ্তাহে প্যাসিফিক ডেনিমের শেয়ার দর কমেছে ৭.৬২ শতাংশ। সপ্তাহজুড়ে এ কোম্পানির ১ কোটি ১০ লাখ ৬৫ হাজার ২২২টি শেয়ার ৭ হাজার ১৬৫ বার হাতবদল হয়। সপ্তাহের শুরুতে কোম্পানির শেয়ার লেনদেন হয় ২৩.৬০ টাকায়। সপ্তাহ শেষে লেনদেন হয় ২১.৮০ টাকায়। আর গত সপ্তাহে শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৩.৭৪ শতাংশ। সপ্তাহজুড়ে এ কোম্পানির ১৭ লাখ ৯২ হাজার ৪৮২টি শেয়ার ২ হাজার ৯৫০ বার হাতবদল হয়। সপ্তাহের শুরুতে কোম্পানির শেয়ার লেনদেন হয় ৪০.১০ টাকায়। সপ্তাহ শেষে লেনদেন হয় ৩৮.৬০ টাকায়। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটো, ডরিন পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, বিএসসি, ইউনাইটেড পাওয়ার, এসিআই, ন্যাশনাল ফিড মিল ও শাহজীবাজার পাওয়ার। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : নদার্ন জুট, লিব্রা ইনফিউশন, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়া ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ড্রাস্টিজ, বিডি অটোকার, সোনালী আঁশ, আইসিবি এএমসিএল ২য় এনআরবি, এক্সিম ব্যাংক ১ম এনআরবি ও মুন্নু স্টাফলার।
×