ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা ২১ জুলাই

প্রকাশিত: ০৫:১৩, ২১ মে ২০১৭

বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা ২১ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট (আইনজীবী হিসেবে তালিকাভুক্তি) পরীক্ষার সূচী ঘোষণা করা হয়েছে। সূচী অনুযায়ী আগামী ২১ জুলাই শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে বার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে ২১ জুলাই নির্ধারণ করা হয়েছে। আইনজীবী হিসেবে এনরোলমেন্ট হওয়ার জন্য এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পদ্ধতির এ পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের আবেদন এপ্রিলজুড়ে চলে। এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের প্রাথমিক যোগ্যতা এই রেজিস্ট্রেশন। এরপর পরীক্ষার জন্য বার কাউন্সিল সময়সূচী ঘোষণা করলে প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেন। বার কাউন্সিলের তথ্য কর্মকর্তা নাজমুল আহসান জানান, সাধারণত রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে পরীক্ষার ফরম পূরণসহ সকল প্রক্রিয়া শুরু হয়। এনরোলমেন্ট পরীক্ষার জন্য হাজার হাজার শিক্ষার্থী অপেক্ষায় রয়েছেন। পরীক্ষার নতুন তারিখ ঘোষণায় তাদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আসবাবপত্রে ঠাঁই ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় কলম্বিয়ার ক্যালির চারদিকে এখন অথৈ পানি। বন্যায় ভেসে গেছে পথঘাট ও বাড়িঘর। কোথাও ঘুরে বেড়ানোর জো নেই। মানুষ হলে না হয় নৌকায় করে এদিক-ওদিক যেত। সে উপায় না থাকায় ঘরের ভেতর কাঠের আসবাবপত্রের মধ্যে ঠাঁই নিয়েছে বেচারা বিড়াল। -এএফপি নন-বাইন্ডিং প্রভিশনাল এমওইউ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতর ও ভারতের নারায়না হেল্্থ বাঙ্গালোর-এর সঙ্গে একটি নন-বাইন্ডিং প্রভিশনাল এমওইউ শনিবার ভারতে স্বাক্ষরিত হয়। ঢাকা সেনানিবাসের সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল এসএম মোতাহার হোসেনসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। -আইএসপিআর
×