ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

প্রকাশিত: ০৫:১২, ২১ মে ২০১৭

১৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়দানকারী ১৬ প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে চারটি চোরাই গাড়ি, আসল ও খেলনা পিস্তল, ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফ, ছোরা ও ডিবির পোশাকের আদলে তৈরি ডিবি পুলিশের নকল পোশাক উদ্ধার হয়েছে। গ্রেফতাররা ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাই, ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা আদায়সহ নানা অপরাধ করে আসছিল। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় রমনা মডেল থানাধীন নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব কনভেনশন সেন্টারের (হোটেল শেরাটন ইন্টারন্যাশনালের দক্ষিণে) পেছনে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতাররা হচ্ছে লিটন খান, বাবলু মিয়া ওরফে আকাশ, মনির, ছাইদুর রহমান, মনির হোসেন, মাহমুদুল হাসান ওরফে মুন্না ও আফজাল হোসেন শাহীন। এদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুটি খেলনা পিস্তল, একটি নকল ওয়্যারলেস সেট, একজোড়া হ্যান্ডকাফ, ১৭টি অব্যবহৃত প্রিপেইড মোবাইল সিম, সাতটি মোবাইল সেট, সেনাবাহিনীর জ্যাকেটের আদলে তৈরি একটি জ্যাকেট, পুলিশের মনোগ্রাম সংবলিত একটি পরিচয়পত্রের ঢাকনা উদ্ধার হয়েছে। আর শুক্রবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগ রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেফতার করে। এরা হচ্ছে জুয়েল রানা, ইয়াসিন, বাদল, মোমেন আলী, শহিদুল ইসলাম, ফিরোজ, সৈয়দ মনিরুজ্জামান, মোহাম্মদ আলী ও সবুজ। তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল, দুটি চাপাতি, চারটি ছুরি, একটি ওয়্যারলেস সেট, ডিবি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি তিনটি জ্যাকেট, দুটি হ্যান্ডকাফ, দুটি বেতের লাঠি, একটি ব্যাগ, ডিবি পুলিশের গাড়িতে লাগানো স্টিকারের মতো দুটি স্টিকার, দুটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস উদ্ধার হয়েছে। গ্রেফতাররা ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, তল্লাশির নামে মানুষের সঙ্গে থাকা টাকাপয়সা হাতিয়ে নেয়া, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছিল। এরা মূলত প্রতারক।
×