ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ায় হামলা হবে সবচেয়ে বিপর্যয়কর ॥ ম্যাটিস

প্রকাশিত: ০৫:১০, ২১ মে ২০১৭

উত্তর কোরিয়ায় হামলা হবে সবচেয়ে বিপর্যয়কর ॥ ম্যাটিস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস শুক্রবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, উত্তর কোরিয়ায় সামরিক হামলা হবে ‘অবিশ্বাস্য মাত্রায় বিপর্যয়কর।’ পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যখন উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা চলছে তখন এ মন্তব্য করলেন ম্যাটিস। খবর প্রেস টিভির। উত্তর কোরিয়া সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং সতর্ক করে দিয়ে বলেছে, ওয়াশিংটন তার নীতি পরিহার না করা পর্যন্ত এ ধরনের পরীক্ষা চলতেই থাকবে। এর আগে গতমাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘এককভাবে’ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশের ‘বড় ধরনের সংঘাত’ বেধে যাওয়ার আশঙ্কা রয়েছে। ম্যাটিস বলেন, উত্তর কোরিয়া সমস্যার সমাধান কিভাবে করা যায় তা নিয়ে কাজ করছে তার মন্ত্রণালয়। যদি সামরিক উপায়ে এটির সমাধান করতে হয় তাহলে তা হবে অবিশ্বাস্য মাত্রায় দুঃখজনক। কাজেই আমরা এ পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার জন্য জাতিসংঘ, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরামর্শ করে যাচ্ছি। গত রবিবার উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি দুই হাজার কিলোমিটারের বেশি উচ্চতায় ওঠার পর উত্তর কোরিয়া থেকে ৭০০ কিলোমিটার পূর্বে গিয়ে জাপান সাগরে পতিত হয়। ৫০ লাখ ডলার ঘুষ নেন ব্রাজিলের প্রেসিডেন্ট! ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তিমার ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৫০ লাখ মার্কিন ডলারেরও বেশি ঘুষ নিয়েছেন। দেশটির সুপ্রীমকোর্ট শুক্রবার এ বিষয়ে এক সাক্ষীর বক্তব্য প্রকাশ করেছে। ব্রাজিলের মাংস প্যাকেটজাতকারী বৃহৎ প্রতিষ্ঠানের প্রধান আদালতে এ সাক্ষ্য দিয়েছেন। খবর ওয়েবসাইটের। জেবিএস নামের ওই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জোসলি বাতিস্তা অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচার ও সহযোগীদের দেয়ার জন্য গত সাত বছরে ২৫ লাখ মার্কিন ডলার নিয়েছিলেন মাইকেল তিমার। সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও দিলমা রুসেফকেও রাজনৈতিক প্রচারের জন্য যথাক্রমে পাঁচ কোটি ও তিন কোটি মার্কিন ডলার দেয়া হয়েছিল। তবে লুলা ও রুসেফ উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছেন।
×